• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতানুসারে সবই করব : বাইডেন

  আন্তর্জাতিক ডেস্ক

০৬ ডিসেম্বর ২০২০, ১১:২৮
প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতানুসারে সবই করব : বাইডেন
যুক্তরাষ্ট্রের সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন (ছবি : সিএনএন)

প্রাণঘাতী করোনার সংক্রমণ এড়াতে যুক্তরাষ্ট্রবাসীকে মাস্ক পরার অনুরোধ করেছেন সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এবার বাজারে ভ্যাকসিন এলেও তা বাধ্যতামূলক নয় বলে ঘোষণা করলেন তিনি। বরং টিকা গ্রহণের বিষয়টি দেশবাসীর ইচ্ছা আর অনিচ্ছার উপরে ছেড়ে দিয়ে দিলেন। যদিও ভ্যাকসিন নেওয়ার জন্য সকলকেই উৎসাহিত করবেন বলে জানিয়েছেন বাইডেন।

বাইডেন বলেছিলেন, প্রেসিডেন্ট হিসেবে আমার ক্ষমতানুসারে যা কিছু করা প্রয়োজন, সবই করব। মানুষকে (ভ্যাকসিনের বিষয়ে) সঠিক কাজ করতে উৎসাহিত করব। এবং তা যে গুরুত্বপূর্ণ সেটা দেখানোটাও জরুরি। ভ্যাকসিনকে সহজলভ্য করাটাই আমার কাজ।

ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় থাকাকালীনই আমেরিকাতে করোনা মহামারি পরিস্থিতির অবনতি ঘটেছিল। প্রেসিডেন্ট পদে নির্বাচিত হওয়ার পর এই পরিস্থিতি মোকাবিলা করা বাইডেনের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

আরও পড়ুন : ব্রিটিশ জলসীমায় রুশ যুদ্ধজাহাজের আনাগোনায় উদ্বিগ্ন যুক্তরাজ্য

যুক্তরাষ্ট্রে অতি সংক্রমণের আবহ তৈরি হয়েছে বলে হুঁশিয়ারি দিয়েছে দেশটির সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল (সিডিসি)। বাইডেনের মতো সকলকেই মাস্ক পরারও অনুরোধ করেছে তারা। আর বাইডেনও বলেছেন, দায়িত্ব নেওয়ার পর ১০০ দিন সবাইকে মাস্ক পরার আবেদন করবেন তিনি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড