• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

ব্রিটিশ জলসীমায় রুশ যুদ্ধজাহাজের আনাগোনায় উদ্বিগ্ন যুক্তরাজ্য

  আন্তর্জাতিক ডেস্ক

০৬ ডিসেম্বর ২০২০, ১০:১৫
ব্রিটিশ জলসীমায় রুশ যুদ্ধজাহাজের আনাগোনায় উদ্বিগ্ন যুক্তরাজ্য
ব্রিটিশ জলসীমায় রুশ যুদ্ধজাহাজ (ছবি : সিএনএন)

গত দুই সপ্তাহ ধরে ব্রিটিশ জলসীমার কাছে রাশিয়ার যুদ্ধজাহাজের আনাগোনা ‘ব্যাপকভাবে’ বেড়ে গেছে বলে দাবি করেছে যুক্তরাজ্যের নৌবাহিনী।

বিবৃতির মাধ্যমে বাহিনীটি বলছে, গত দুই সপ্তাহে রাজকীয় নৌবাহিনী ব্রিটেনের আশপাশে নয়টি রুশ জাহাজ পর্যবেক্ষণ করেছে। এসব জাহাজের মধ্যে ছিল একটি সাবমেরিন, একটি ডেস্ট্রয়ার, একটি করভেট, একাধিক টহল জাহাজ ও এগুলোকে পৃষ্ঠপোষকতা দানকারী টাগবোট ও সরবরাহকারী জাহাজ। খবর পার্সটুডের

ব্রিটিশ নৌবাহিনীর বিবৃতিতে বলা হয়, যুক্তরাজ্যের রাজকীয় নৌবাহিনীর আটটি যুদ্ধজাহাজ থেকে ইংলিশ চ্যানেল ও সেলটিক সাগরে এসব রুশ জাহাজ শনাক্ত করা হয়। এতে আরও বলা হয়, আকাশ থেকে রুশ জাহাজগুলোকে পর্যবেক্ষণ করার জন্য হেলিকপ্টার ব্যবহার করে ব্রিটিশ নৌবাহিনী।

আরও পড়ুন : সামরিক সক্ষমতা বাড়াতে নতুন উদ্যোগ চীনের

রাশিয়ার স্পুৎনিক বার্তা সংস্থা জানিয়েছে, অতীতে একই ধরনের ঘটনায় রাশিয়ার নৌবহর কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই ব্রিটিশ পানিসীমা অতিক্রম করেছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড