• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

খুন হওয়া ইরানি বিজ্ঞানীর দাফন সম্পন্ন

  আন্তর্জাতিক ডেস্ক

০১ ডিসেম্বর ২০২০, ০৮:৩৮
খুন হওয়া ইরানি বিজ্ঞানীর দাফন সম্পন্ন
ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী মহসেন ফখরিজাদেহর মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে (ছবি : ইরনা)

আততায়ীর বোমা-গুলিতে নিহত ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী ও দেশটির পরমাণু কর্মসূচির স্থপতি মহসেন ফখরিজাদেহর দাফন সম্পন্ন হয়েছে। সোমবার (৩০ নভেম্বর) রাজধানী তেহরানের ইমামজাদা সালেহ মাজার প্রাঙ্গণে তাকে দাফন করা হয়েছে।

করোনা ভাইরাসের কারণে অতিরিক্ত ভিড় এড়াতে দাফন অনুষ্ঠানে কেবল তার পরিবারের সদস্য এবং সশস্ত্র বাহিনীর কমান্ডারেরা অংশগ্রহণের সুযোগ পেয়েছেন। এর আগে তার কর্মস্থল প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ফখরিজাদেহর মরদেহ নিয়ে যাওয়া হয়।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ে সহকর্মীদের পাশাপাশি বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা তাকে শেষ শ্রদ্ধা জানান। সেখানে উপস্থিত ছিলেন ইরানের প্রতিরক্ষা ও গোয়েন্দামন্ত্রী ছাড়াও দেশটির সশস্ত্র বাহিনীর শীর্ষ কমান্ডারেরা।

এছাড়া শহীদ ফখরিজাদেহর মরদেহ মাশহাদে ইমাম রেজা (আ.), কোমে হজরত মাসুমা (আ.) মাজার এবং তেহরানে ইমাম খামেনির (র.) মাজারেও নিয়ে যাওয়া হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে পার্সটুডে।

আরও পড়ুন : এতটা অরক্ষিত ইরান! বিজ্ঞানী হত্যার আগেও গোপনে মিশন চালায় ইসরায়েল

কোমের হজরত মাসুমার (আ.) মাজার প্রাঙ্গণে মহসেন ফখরিজাদেহর জানাজার নামাজ পড়িয়েছেন ইরানের শীর্ষস্থানীয় আলেম আয়াতুল্লাহ হোসেইন নুরি হামেদানি।

ইরানের বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী, আইআরজিসিরি বিগ্রেডিয়ার জেনারেল ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গবেষণা প্রধান ফখরিজাদেহ গত শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানী তেহরানে অদূরে এক সন্ত্রাসী হামলায় প্রাণ হারান।

পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো দীর্ঘদিন থেকেই ফখরিজাদেহকে ইরানের গোপন পরমাণু অস্ত্র কর্মসূচির মূল ব্যক্তি বলে সন্দেহ করে এসেছে। কূটনৈতিকরা তাকে ‘ইরানের বোমার জনক’ আখ্যা দিয়েছিলেন।

আরও পড়ুন : রিমোট কন্ট্রোলড বন্দুক দিয়ে হত্যা করা হয় ইরানের বিজ্ঞানীকে

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি, প্রেসিডেন্ট হাসান রুহানি, পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ ছাড়াও শীর্ষ ধর্মীয় ও সামরিক নেতারা তাকে হত্যার জন্য ইহুদি রাষ্ট্র ইসরায়েলকে দায়ী করে এর বদলার প্রত্যয় ব্যক্ত করেছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড