• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইরাকের তেল শোধনাগারে আইএসের বিধ্বংসী রকেট হামলা

  আন্তর্জাতিক ডেস্ক

৩০ নভেম্বর ২০২০, ১৫:৩০
ইরাকের তেল শোধনাগারে আইএসের বিধ্বংসী রকেট হামলা
রকেট হামলায় বিধ্বস্ত অঞ্চল (ছবি : প্রতীকী)

মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্র ইরাকের উত্তরাঞ্চলীয় সিনিয়ার একটি তেল শোধনাগারে রকেট হামলা চালিয়েছে ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিরা।

সোমবার (৩০ নভেম্বর) সকালে ইরাকের সরকারি সূত্র জানিয়েছে, হামলার জের কাটিয়ে ফের তেল শোধনাগারটিতে উৎপাদন শুরু হয়েছে। ভয়াবহ ওই হামলায় কোনো হতাহতের খবর মেলেনি।

এর আগে রবিবার (২৯ নভেম্বর) সিনিয়ার তেল শোধনাগারে পরপর দুইটি রকেট হামলা চালায় আইএস জঙ্গিরা। মুহূর্তেই দাউ দাউ করে জ্বলতে শুরু করে চারিদিক। দ্রুত কর্মীদের ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়।

এ দিকে আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই ইসলামিক স্টেট হামলার দায় স্বীকার করে বিবৃতি দেয়। এমনকি ভবিষ্যতেও এ ধরনের ঘটনা আরও ঘটবে বলে হুমকি দিয়েছে তারা। সশস্ত্র গোষ্ঠীটির দাবি, দুইটি কাটিউশা রকেট ছোড়া হয়েছিল তেল শোধনাগারে।

আরও পড়ুন : রিমোট কন্ট্রোলড বন্দুক দিয়ে হত্যা করা হয় ইরানের বিজ্ঞানীকে

যদিও ইরাকের সরকারি সূত্র জানিয়েছে, সিনিয়া খুব বড় তৈল শোধনাগার নয়। সেখান থেকে সামান্য দূরে অবস্থিত বাইজি শোধনাগার।

আরও পড়ুন : এতটা অরক্ষিত ইরান! বিজ্ঞানী হত্যার আগেও গোপনে মিশন চালায় ইসরায়েল

কোনো ভাবে যদি রকেট সেখানে গিয়ে আঘাত করত, তাহলে বড়সড় ক্ষতির সম্ভাবনা ছিল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

সূত্র : ডয়চে ভেলে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড