• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিশ্বে করোনায় ১১ লাখ ৭১ হাজার লোকের মৃত্যু

  আন্তর্জাতিক ডেস্ক

২৮ অক্টোবর ২০২০, ১০:৩৩
বিশ্বে করোনায় ১১ লাখ ৭১ হাজার লোকের মৃত্যু
করোনা আক্রান্তের মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে (ছবি : প্রতীকী)

বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৪২ লাখ ৩৫ হাজার ২৬৩ জন ছাড়িয়েছে। আর এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১১ লাখ ৭১ হাজার ২৮৮ জনে। এর মধ্যে সুস্থ হয়েছেন ৩ কোটি ২৪ লাখ ৪৩ হাজার ৩৭২ জন।

বুধবার (২৮ অক্টোবর) বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টার দিকে মহামারি করোনা ভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডো মিটারস থেকে এই তথ্য জানা যায়।

প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে ২ লাখ ৩২ হাজার ৮৪ জন এখন পর্যন্ত মারা গেছেন। বিশ্বে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যাও এই দেশটিতে। এই পর্যন্ত ৯০ লাখ ৩৮ হাজার ৩০ জন এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন।

এ দিকে যুক্তরাষ্ট্রের পর মৃত্যু বিবেচনায় করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ হচ্ছে ব্রাজিল। আক্রান্তের দিক থেকে তৃতীয় স্থানে থাকলেও মৃত্যু বিবেচনায় দেশটির অবস্থান দ্বিতীয়। লাতিন আমেরিকার দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৫৪ লাখ ৪০ হাজার ৯০৩ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৫৭ হাজার ৯৮১ জনের।

আরও পড়ুন : ক্ষোভ বাড়ছেই, বাংলাদেশসহ মুসলিম বিশ্বে ফরাসিদের বিশেষ সতর্কতা

আক্রান্তের দিক থেকে দ্বিতীয় স্থানে উঠে আসা ভারত মৃত্যু বিবেচনায় আছে তৃতীয় স্থানে। এ পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৭৯ লাখ ৮৮ হাজার ৮৫৩ জন। আর মৃত্যু হয়েছে ১ লাখ ২০ হাজার ৫৪ জনের।

আরও পড়ুন : সীমান্তে আর্মেনীয় হামলা বন্ধে ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র বসাচ্ছে ইরান

অপর দিকে বাংলাদেশে করোনা ভাইরাসের আক্রান্ত ও মৃতের সংখ্যা দিন দিন বাড়ছে। এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ হাজার ৮৩৮ জনে। এছাড়াও এখন পর্যন্ত দেশে মোট শনাক্তের সংখ্যা ৪ লাখ ১ হাজার ৫৮৬ জন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড