• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইরানের অর্ধেক দেশ নিয়ে শুরু ভয়ঙ্কর সামরিক মহড়া

  আন্তর্জাতিক ডেস্ক

২১ অক্টোবর ২০২০, ০৯:২৬
ইরানের অর্ধেক দেশ নিয়ে শুরু ভয়ঙ্কর সামরিক মহড়া
সামরিক মহড়া চালানো হচ্ছে (ছবি : প্রতীকী)

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সামরিক বাহিনী এবং বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) বিশাল আকারের বিমান প্রতিরক্ষা মহড়া চালাতে যাচ্ছে। বুধবার (২১ অক্টোবর) থেকে ‘গার্ডিয়ান্স অফ বেলায়াত স্কাই-৯৯’ নামে মহড়াটি শুরু হবে।

দেশটির বিমান প্রতিরক্ষা ঘাঁটি খাতামুল আম্বিয়ার নিবিড় তত্ত্বাবধানে পরিচালিত হবে এ মহড়া। যেখানে কমান্ডের দায়িত্ব পালন করবেন ব্রিগেডিয়ার জেনারেল কাদের রাহিমজাদেহ। তিনি জানান, দেশের অর্ধেকের বেশি এলাকা নিয়ে এই মহড়া অনুষ্ঠিত হবে।

জেনারেল কাদের রাহিমজাদেহ বলেন, ইরানের সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা ইউনিটগুলো, বিমান বাহিনী এবং আইআরজিসি’র অ্যারোস্পেস ফোর্স অংশ নেবে। সামরিক বাহিনীর যুদ্ধ-সক্ষমতা বাড়ানোর লক্ষ্য নিয়ে এই মহড়া অনুষ্ঠিত হবে। এবারের মহড়ায় প্রকৃত যুদ্ধ পরিস্থিতি তৈরি করা হবে।

আরও পড়ুন : আর্মেনিয়ার অত্যাধুনিক ড্রোন ভূপাতিত করল ইরান

জেনারেল রাহিমজাদেহের মতে, দেশে তৈরি নানা ধরনের ক্ষেপণাস্ত্র, রাডার, গোয়েন্দা ও ইলেক্ট্রনিক ওয়ারফেয়ার সরঞ্জামাদি ব্যবহার করা হবে। এছাড়া বিভিন্ন ধরনের ইন্টারসেপ্টর ফাইটার এয়ারক্রাফট, বোমারু বিমান ও ড্রোন এই মহড়ায় ব্যবহার করা হবে।

আরও পড়ুন : আফগানিস্তানে ভয়াবহ বিমান হামলা চালিয়েও নিজেদের সাফাই গাইছে যুক্তরাষ্ট্র

উল্লেখ্য, ইরানের ওপর থেকে জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা উঠে যাওয়ার তিনদিন পর এই মহড়া অনুষ্ঠিত হতে যাচ্ছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড