• শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

আর্মেনিয়ার অত্যাধুনিক ড্রোন ভূপাতিত করল ইরান

  আন্তর্জাতিক ডেস্ক

২০ অক্টোবর ২০২০, ১১:৪৫
আর্মেনিয়ার অত্যাধুনিক ড্রোন ভূপাতিত করল ইরান
আর্মেনিয়ার অত্যাধুনিক ড্রোন ভূপাতিত করা হচ্ছে (ছবি : স্ক্রোল ইন)

বিতর্কিত নাগোরনো-কারাবাখ অঞ্চলের দখল নিয়ে কয়েক দফায় যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পরও থামছে না প্রতিবেশী রাষ্ট্র আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যকার ভয়াবহ যুদ্ধ। এমন পরিস্থিতিতে আর্মেনিয়ার একটি অত্যাধুনিক ড্রোন ভূপাতিত করেছে ইসলামি প্রজাতন্ত্র ইরান।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, সোমবার (১৯ অক্টোবর) ইরানের আরদাবিল প্রদেশের আকাশসীমায় আর্মেনীয় ড্রোনটি ঢুকে পড়লে এটি ভূপাতিত করা হয়। পরবর্তীকালে এটিকে পরিদর্শন ড্রোন বলে শনাক্ত করা হয়।

গত ২৭ সেপ্টেম্বর থেকে বিরোধপূর্ণ নাগোরনো-কারাবাখ নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজান নতুন করে যুদ্ধ শুরু হয়। রাশিয়ার মধ্যস্থতায় ১০ অক্টোবর আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে আলোচনায় উভয়পক্ষ মানবিক কারণে সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়।

আরও পড়ুন : নাগোরনো-কারাবাখে জঙ্গিদের হাতে মানুষ হত্যা দেখতে চায় না ইরান

১১ অক্টোবর থেকে এ যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা থাকলেও যুদ্ধবিরতির মাত্র চার মিনিটের মাথায় আর্মেনিয়া ও আজারবাইজান পরস্পরকে সাময়িক যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য অভিযুক্ত করে হামলা শুরু করে।

আরও পড়ুন : আফগানিস্তানে ভয়াবহ বিমান হামলা চালিয়েও নিজেদের সাফাই গাইছে যুক্তরাষ্ট্র

উল্লেখ্য, নাগোরনো-কারাবাখ অঞ্চলটি আন্তর্জাতিকভাবে আজারবাইজানের ভূখণ্ড হিসেবে স্বীকৃত। তবে ওই অঞ্চলটি জাতিগত আর্মেনিয়ানরা ১৯৯০-এর দশক থেকে নিয়ন্ত্রণ করছেন।

সূত্র : স্পুটনিক