• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

নাগোরনো-কারাবাখে জঙ্গিদের হাতে মানুষ হত্যা দেখতে চায় না ইরান

  আন্তর্জাতিক ডেস্ক

২০ অক্টোবর ২০২০, ১০:৪৩
নাগোরনো-কারাবাখে জঙ্গিদের হাতে মানুষ হত্যা দেখতে চায় না ইরান
হামলায় আহত কিশোরকে উদ্ধার করা হচ্ছে (ছবি : প্রতীকী)

বেশ কয়েক দফায় যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পরও থামছে না প্রতিবেশী রাষ্ট্র আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যকার ভয়াবহ যুদ্ধ। এমন পরিস্থিতিতে বিতর্কিত নাগোরনো-কারাবাখ অঞ্চলে জঙ্গিদের হাতে মানুষ হত্যা দেখতে চায় না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইসলামি প্রজাতন্ত্র ইরান।

সোমবার (১৯ অক্টোবর) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে টুইট বার্তায় সতর্কবাণী উচ্চারণ করে বলেন, নাগোরনো-কারাবাখ অঞ্চলে উগ্র তাকফিরি সন্ত্রাসীদের মতো করে গলা কেটে মানুষ হত্যা করার দৃশ্য দেখতে চাই না।

নাগোরনো-কারাবাখ অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে গত ২৭ সেপ্টেম্বর আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হওয়ার পর তুরস্ক এ সংঘর্ষে সরাসরি আজারবাইজানের পক্ষ নিয়েছে। দু’টি দেশই ইরানের উত্তর সীমান্তে অবস্থিত এবং এ পর্যন্ত কারাবাখ অঞ্চলের লক্ষ্যচ্যুত বহু গোলা ইরানের ভূমিতে আঘাত হেনেছে।

গত শুক্রবার (১৬ অক্টোবর) তুরস্কের সহযোগিতায় সিরিয়া থেকে আজারবাইজানে এক হাজার বিদেশি যোদ্ধা প্রবেশ করেছে বলে অভিযোগ জানিয়েছেন রুশ প্রেসিডেন্টের মধ্যপ্রাচ্য ও আফ্রিকা বিষয়ক প্রতিনিধি মিখাইল বোগদানভ। তিনি বলেছিলেন, তুর্কি কর্মকর্তাদের সঙ্গে আলাপকালে রাশিয়া এ ব্যাপারে আঙ্কারার কাছে ব্যাখ্যা চেয়েছে।

আরও পড়ুন : আফগানিস্তানে ভয়াবহ বিমান হামলা চালিয়েও নিজেদের সাফাই গাইছে যুক্তরাষ্ট্র

দৃশ্যত ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ খবরের প্রতি ইঙ্গিত করে কারাবাখ অঞ্চলে গলা কেটে মানুষ হত্যার ব্যাপারে আশঙ্কা প্রকাশ করলেন। তিনি বলেন, কারাবাখ অঞ্চল থেকে সংঘর্ষের উদ্বেগজনক দৃশ্য প্রকাশিত হচ্ছে।

আজারবাইজান ও আর্মেনিয়া উভয় দেশকে সংযত আচরণ করার আহ্বান জানান খাতিবজাদে। তিনি বলেন, দু’দেশ তাদের লক্ষ্য অর্জনের জন্য সংঘাতের যে পথ বেছে নিয়েছে তার ব্যাখ্যা তাদের কেউই দিতে পারবে না।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রকে দেখিয়ে চীন-রাশিয়ার সঙ্গে অস্ত্র চুক্তির স্বাক্ষর ইরানের

ইরানের এই মুখপাত্র আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা জানাতে উভয় দেশের প্রতি আহ্বান জানিয়ে বলেন, তার দেশ কারাবাখ অঞ্চলে তাকফিরি সন্ত্রাসীদের মতো গলা কেটে মানুষ হত্যা করা বা নিরীহ বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে গোলা নিক্ষেপের ঘটনা মেনে নেবে না।