• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

যুক্তরাষ্ট্রকে দেখিয়ে চীন-রাশিয়ার সঙ্গে অস্ত্র চুক্তির স্বাক্ষর ইরানের

  আন্তর্জাতিক ডেস্ক

২০ অক্টোবর ২০২০, ০৮:৪৪
যুক্তরাষ্ট্রকে দেখিয়ে চীন-রাশিয়ার সঙ্গে অস্ত্র চুক্তির স্বাক্ষর ইরানের
আক্রমণের জন্য প্রস্তুত ক্ষেপণাস্ত্র (ছবি : প্রতীকী)

ইসলামি প্রজাতন্ত্র ইরানের ওপর থেকে এবার অস্ত্র নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে জাতিসংঘ। রবিবার (১৮ অক্টোবর) যুক্তরাষ্ট্রের বাধার পরও মধ্যপ্রাচ্যের এই দেশটির ওপর থেকে অস্ত্র নিষেধাজ্ঞা স্বয়ংক্রিয়ভাবে উঠে গেছে। আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

এমন পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্রকে দেখিয়ে এশিয়ার পরাশক্তি চীন ও বিশ্বের অন্যতম ক্ষমতাধর রাষ্ট্র রাশিয়ার সঙ্গে অস্ত্র চুক্তি স্বাক্ষর করেছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি বলেছেন, তেহরানের ওপর থেকে জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পরপরই রাশিয়া ও চীনের কাছ থেকে সমরাস্ত্র কেনার ব্যাপারে তাদের সঙ্গে চুক্তি হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ইরানের বিমান বাহিনীর সম্প্রসারণ ও উন্নয়নের ব্যাপারে মস্কোর সঙ্গে তেহরানের গুরুত্বপূর্ণ চুক্তি হয়েছে।

ইরানি প্রতিরক্ষামন্ত্রীর মতে, জাতিসংঘের নিষেধাজ্ঞা উঠে যাওয়ার ফলে তার দেশের অস্ত্র রপ্তানি ও অন্য দেশের কাছ থেকে অস্ত্র আমদানি করার উপযুক্ত সুযোগ সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন : ইরানকে নিয়ে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারিকে উড়িয়ে দিল রাশিয়া

একই সঙ্গে তিনি মধ্যপ্রাচ্যে সমরাস্ত্র প্রতিযোগিতা শুরু করার ব্যাপারে সতর্ক করেছেন। ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি বলেন, এ অঞ্চলে অস্ত্র প্রতিযোগিতা শুরু হলে গোটা মধ্যপ্রাচ্য বারুদের স্তূপে পরিণত হবে। ইরান পারস্য উপসাগরীয় দেশগুলোর সঙ্গেও সামরিক ও নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করতে প্রস্তুত রয়েছে।

আল-জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে ইরানের প্রতিরক্ষামন্ত্রী তার দেশের উপর দিয়ে আর্মেনিয়ায় রুশ অস্ত্র বহন করার গুজব জোরালোভাবে নাকচ করে দেন। তিনি বলেন, এ অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী দেশ হিসেবে তুরস্ক কূটনৈতিক উপায়ে নাগোরনো-কারাবাখ সংকট সমাধানের চেষ্টা চালাবে বলে তেহরান আশা করে।

আরও পড়ুন : মার্কিন আগ্রাসনের শিকার দেশগুলোকে ভয়ঙ্কর অস্ত্র দেবে ইরান

আরেক প্রশ্নের জবাবে জেনারেল হাতামি বলেন, ইরান তার ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কোনো অবস্থায় আমেরিকার সঙ্গে আলোচনা করবে না; কেউ যেন তেহরানের কাছ থেকে এমন কিছু আশা না করে।

সূত্র : পার্সটুডে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড