• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

হুথিদের গুরুত্বপূর্ণ ঘাঁটি দখল করল ইয়েমেনি সেনারা

  আন্তর্জাতিক ডেস্ক

০৯ অক্টোবর ২০২০, ১২:৫৯
হুথিদের গুরুত্বপূর্ণ ঘাঁটি দখল করল ইয়েমেনি সেনারা
সেনা অভিজানের পর পালাচ্ছেন হুথি যোদ্ধারা (ছবি : বিবিসি নিউজ)

মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্র ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী সংগঠন হুথি যোদ্ধাদের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি দখল করল দেশটির সেনারা। সৌদি সমর্থিত ইয়েমেনি সেনাবাহিনী এবং মিত্র আদিবাসীরা উত্তরাঞ্চলীয় জৌফ প্রদেশের আল-খানজার ঘাঁটি এবং আশেপাশের অঞ্চলগুলোতে সামরিক অভিযান চালিয়ে বিজয় অর্জন করে।

সেনাবাহিনী জানিয়েছে, সৌদি নেতৃত্বাধীন আরব জোটের যুদ্ধ বিমানের দ্বারা সমর্থিত এই অভিযানে ইরান সমর্থিত হুথি মিলিশিয়াদের হটিয়ে দেওয়া হয়েছে। এটা উত্তর ইয়েমেনের বেশিরভাগ অংশের নিয়ন্ত্রণের ক্ষেত্রে হুথিদের জন্য একটি বড় আঘাত।

প্রদেশের ইয়েমেন সেনাবাহিনীর মুখপাত্র রাবিয়া আল-কুরাসী বলেছেন, গত কয়েক সপ্তাহের তুমুল লড়াইয়ের পরে এটি দুর্দান্ত জয়। আল-খানজারের নিয়ন্ত্রণ নেওয়ার পর জাতীয় সেনাবাহিনী মারিফ এবং জোতেফার মধ্যকার একটি গুরুত্বপূর্ণ সড়কের দখল সুরক্ষিত করেছে।

আরও পড়ুন : যুদ্ধে হেরে বাড়ি-ঘর ছেড়ে পালাচ্ছে আর্মেনীয়রা (ভিডিয়ো)

অভিযানে সৌদি জোট হুথিদের সামরিক অবস্থান ও সরঞ্জামাদি ধ্বংস করে দিতে সুনির্দিষ্ট লক্ষ্যে ব্যাপক বিমান হামলা পরিচালনা করে। এই সুযোগে সরকারী বাহিনী প্রদেশটিতে প্রবেশ করে এবং অন্যান্য অঞ্চলগুলোতে হামলা চালিয়ে মুক্ত করে।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রের ভয়ঙ্করভাবে বিচার করার ঘোষণা ইরানের

এই যুদ্ধে কয়েক হাজার হুথি মিলিশিয়া নিহত বা আহত হয়েছে বলে দাবি করেছে ইয়েমেন সেনাবাহিনী।

সূত্র : আরব নিউজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড