• সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

যুক্তরাষ্ট্রের ভয়ঙ্করভাবে বিচার করার ঘোষণা ইরানের

  আন্তর্জাতিক ডেস্ক

০৯ অক্টোবর ২০২০, ১০:০৮
যুক্তরাষ্ট্রের ভয়ঙ্করভাবে বিচার করার ঘোষণা ইরানের
ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (ছবি : আল-জাজিরা)

এবার মার্কিন যুক্তরাষ্ট্রের বিচার করার ঘোষণা দিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ বলেছেন, যুক্তরাষ্ট্রসহ যে সব দেশ নিষেধাজ্ঞা আরোপ করে বিদেশে ইরানের অর্থ আটকে দিচ্ছে সেই সব অপরাধীকে এক সময় বিচারের সম্মুখীন করা হবে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) এক টুইটার পোস্টে জাওয়াদ জারিফ এ কথা বলেন। তিনি লিখেছেন, করোনা ভাইরাসের মহামারির মধ্যে ওষুধ এবং খাদ্য সরবরাহের বাকি চ্যানেলগুলোও মার্কিন সরকার বন্ধ করে দিতে চায়। মার্কিন সরকার অবৈধভাবে ইরানের ১৮টি ব্যাংকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করার পর জাওয়াদ জারিফ টুইটার পোস্টটি দিলেন।

তিনি সুস্পষ্ট করে বলেন, একটি জাতিকে অভুক্ত রাখার ষড়যন্ত্র মানবতাবিরোধী অপরাধ।

জারিফ নিজের টুইটে আশা ব্যক্ত করে বলেন, আমেরিকার এসব নিষ্ঠুর নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানের জনগণ টিকে থাকবেন। এক সময় অপরাধীদের অবশ্যই বিচারের মুখোমুখি করা হবে।

আরও পড়ুন : যুদ্ধে হারায় বরখাস্ত আর্মেনিয়ার নিরাপত্তা বিভাগের প্রধান

ইরানের পরমাণু কর্মসূচিতে অর্থ যোগান দেওয়ার অভিযোগে এবার সংশ্লিষ্ট ব্যাংকের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এছাড়া সন্ত্রাসবাদকে সমর্থন দেওয়ারও অভিযোগ করা হয়েছে আমেরিকার পক্ষ থেকে।

আরও পড়ুন : যুদ্ধে হেরে বাড়ি-ঘর ছেড়ে পালাচ্ছে আর্মেনীয়রা (ভিডিয়ো)

অথচ বাস্তবতা হচ্ছে- মধ্যপ্রাচ্যের উগ্র সন্ত্রাসীদের বিরুদ্ধে ইরান নানাভাবেই লড়াই করে আসছে। এছাড়া, সারা বিশ্বে গত কয়েক দশক ধরে যে সন্ত্রাসবাদ বিস্তার লাভ করেছে তার অন্যতম প্রধান শিকার ইরান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড