• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

আজারবাইজানের ভয়ঙ্কর আক্রমণে পালাচ্ছে আর্মেনীয় সেনারা

  আন্তর্জাতিক ডেস্ক

০৩ অক্টোবর ২০২০, ১২:৪৩
আজারবাইজানের ভয়ঙ্কর আক্রমণে পালাচ্ছে আর্মেনীয় সেনারা
যুদ্ধের ময়দান ছেড়ে পালাচ্ছে সেনা সদস্যরা (ছবি : প্রতীকী)

আর্মেনিয়া ও আজারবাইজান পরস্পরের বিরুদ্ধে যুদ্ধ আরও জোরদার করেছে। এরই মধ্যে বহু আর্মেনীয় সেনা শুধু নিজের জীবন নিয়ে পালানোর সুযোগ পেয়েছে। আর অনেকেই আজারবাইজানের সেনাবাহিনীর হাতে নিহত হয়েছেন।

শুক্রবার (২ অক্টোবর) আজারবাইজানের সেনাবাহিনী বিপুল সংখ্যক আর্মেনীয় অস্ত্র, গোলাবারুদ ও যুদ্ধে ব্যবহৃত যানবাহন জব্দ করেছে। দখলকৃত কারাবাখ অঞ্চল থেকে এসব যুদ্ধাস্ত্র রেখেই পালাতে হয়েছে আর্মেনীয় সেনাদের।

সীমান্তে তুর্কি সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির সাংবাদিকরা উদ্ধার করা এসব অস্ত্র, গোলাবারুদ ও যানবাহনের তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন : আর্মেনিয়া-আজারবাইজানের যুদ্ধে পাকিস্তানকে উস্কানি দিচ্ছে ভারত

আটক করা যানবাহনের মধ্যে রয়েছে রাশিয়ার নির্মিত ২০১৯ মডেলের উড়াল ট্রাক। এগুলোর বেশ কয়েকটি এখনো ব্যবহার উপযোগী, আর কয়েকটির আক্রমণের চিহ্ন রয়েছে।

মেশিনগান, গ্রেনেড, রকেট লঞ্চার এবং বিভিন্ন আগ্নেয়াস্ত্রের বেশিরভাগই রাশিয়ার তৈরি। এ সময় আজারবাইজানের সেনাবাহিনী বেশকিছু আর্মেনিয়ান সেনাবাহিনীর ডকুমেন্ট উদ্ধার করে।

আরও পড়ুন : আজারবাইজানে পারমাণবিক হামলার হুঁশিয়ারি আর্মেনিয়ার

এ দিকে আরও ৫৪ জন সেনা নিহতের খবর জানিয়েছে আর্মেনীয় প্রশাসন। যা নিয়ে ১৫৮ জন সেনা সদস্য নিহতের কথা স্বীকার করল দেশটি। যদিও এখন পর্যন্ত আজারবাইজানের পক্ষ থেকে সেনাসদস্যদের নিহতের কোনো খবর প্রকাশ করা হয়নি। তবে তাদের ১৯ জন বেসামরিক নাগরিক এরই মধ্যে প্রাণ হারিয়েছেন বলে জানানো হয়।

সূত্র : ইয়েনি শাফাক

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড