• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

কাশ্মীর ইস্যুতে জাতিসংঘে ভারতের টুটি চেপে ধরল এরদোগান

  আন্তর্জাতিক ডেস্ক

২৩ সেপ্টেম্বর ২০২০, ১২:২৭
এরদোগান

জাতিসংঘে আবার কাশ্মীর ইস্যুকে সামনে এনে ভারতের টুটি চেপে ধরে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। তবে রাষ্ট্রসংঘে এরদোগানের কাশ্মীর সংক্রান্ত মন্তব্য বরাবরেই মতোই নাকচ করেছে ভারত। তুর্কি প্রেসিডেন্টের কাশ্মীর ইস্যুতে মনোভাবকে 'স্থূল হস্তক্ষেপ' এবং 'সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য' বলে আখ্যা দিয়েছে তারা।

কাশ্মীর ইস্যু নিয়ে রাষ্ট্রসংঘের সাধারণ সভায় এরদোগানের বক্তব্যের বিরোধিতা করে এদিন রাষ্ট্রসংঘে নিযুক্ত ভারতের স্থায়ী প্রতিনিধি টিএস ত্রিমূর্তি টুইট করে লেখেন, 'আমরা দেখলাম তুরস্কের রাষ্ট্রপতি ভারতশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরের সম্পর্কে মন্তব্য করেছেন। এগুলি ভারতের অভ্যন্তরীণ বিষয়ে স্থূল হস্তক্ষেপ এবং এটি সম্পূর্ণ অগ্রহণযোগ্য। তুরস্কের উচিত অন্য জাতির সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা জানানো এবং তাদের নীতিগুলিকে আরও গভীরভাবে প্রতিবিম্বিত করা।'

আরও পড়ুন- মুসলিম বলে হোটেল থেকে শিক্ষকদের তাড়িয়ে দিল হিন্দুরা

এর আগে রাষ্ট্রসংঘের সাধারণ সভার দ্বিতীয় দিনে তুর্কি রাষ্ট্রপতি বলেছিলেন, 'কাশ্মীরের সংঘাত, যা দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির চাবিকাঠি, এখনও একটি জ্বলন্ত বিষয়।' পূর্ব রেকর্ড করা একটি ভিডিও বার্তা এরদোগানকে আরও বলতে শোনা যায়, 'আমরা রাষ্ট্রসংঘের প্রস্তাবসমূহের কাঠামোর মাধ্যমে এই সমস্যার সমাধান চাই। বিশেষত কাশ্মীরের জনগণের প্রত্যাশার সাথে সামঞ্জস্য রেখে আলোচনার মাধ্যমে এই বিষয়টি সমাধান করার পক্ষে আমাদের দেশ।'

পাকিস্তানও এই বিষয়ে মুখ খুলেছিল একদিন আগেই। যা নাকচ করে ইসলামাবাদকে পাল্টা বক্তব্য দিয়েছিল ভারত।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড