• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

হুথি বিদ্রোহীদের মধ্যপ্রাচ্যের জন্য ‘হুমকি’ বলছে সৌদি

  আন্তর্জাতিক ডেস্ক

২১ সেপ্টেম্বর ২০২০, ১২:৩১
হুথি বিদ্রোহীদের মধ্যপ্রাচ্যের জন্য ‘হুমকি’ বলছে সৌদি
আক্রমণের জন্য প্রস্তুত যোদ্ধারা (ছবি : আল-জাজিরা)

ইয়েমেনের শিয়াপন্থি হুথি মিলিশিয়া যোদ্ধারা সৌদি আরবের সাধারণ নাগরিকদের বিরুদ্ধে হামলা চালানোর মধ্য দিয়ে আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘন করছে। সম্প্রতি সৌদির দক্ষিণাঞ্চলে হুথি বিদ্রোহীদের হামলায় পাঁচজন ব্যক্তি আহত ও বহু সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে।

আরব নিউজের খবরে বলা হয়, ইরান সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের সাধারণ নাগরিকদের ওপর হামলা চালিয়ে আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘন করছে। তারা ২০১৫ সাল থেকে সৌদি আরবের সাধারণ নাগরিকদের হত্যা করছে।

এ বিষয়ে রাজনৈতিক বিশ্লেষক ড. হামডান আল-শেহরি আরব নিউজকে বলেন, সৌদি আরবের সেনারা সম্প্রতি হুথিদের ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ঠেকিয়ে দিয়েছে, যেটার লক্ষ্যবস্তু ছিল সৌদির সাধারণ নাগরিক। যদি সৌদি যথা সময়ে হামলা ঠেকিয়ে না দিত তাহলে বহু মানুষ হতাহত হতো।

আরও পড়ুন : রাখাইনে ‘সেনা অভিযান’, ফের রোহিঙ্গা ঢলের আশঙ্কা

আল-শেহরি বলেন, হুতিদের থেকে হিংসাত্মক ও ধ্বংসাত্মক আচরণ ছাড়া অন্য কোনো আচরণ আশা করা যায় না। এ বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতার প্রতি প্রশ্নও তুলেছেন তিনি। তার দাবি, ইরানের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ফলে ওই হামলার ঘটনাগুলো ঘটছে।

আরও পড়ুন : নিষেধাজ্ঞা পুনর্বহালে যুক্তরাষ্ট্রকে হারিয়েছে ইরান

সুতরাং আমেরিকা স্ন্যাপব্যাক মেকানিজমের মাধ্যমে যে জাতিসংঘের নিষেধাজ্ঞাগুলো কার্যকর করতে যাচ্ছে তা সঠিক কাজ বলে মন্তব্য করেন আল-শেহরি।

আরও পড়ুন : অযোধ্যায় কাবা শরিফের মতো মসজিদ নির্মাণ!

হুথি বিদ্রোহীরা ইয়েমেনের জন্য সানা শহরের সাধারণ নাগরিকদের মাঝ থেকে রকেট হামলা চালায়। তারা ইয়েমেনের সাধারণ নাগরিকদের ঢাল হিসেবে ব্যবহার করে। তাই আন্তর্জাতিক সম্প্রদায়ের এ বিষয়ে ব্যবস্থা নেওয়া উচিত।

আরও পড়ুন : ট্রাম্পকে আঘাত করেই সোলাইমানি হত্যার বদলা নেবে ইরান

উল্লেখ্য, ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের ইয়েমেন, সৌদি আরবসহ গোটা আরব অঞ্চলের শান্তির জন্য হুমকি হিসেবে মনে করে রিয়াদ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড