• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

চীনের সঙ্গে উত্তেজনা

যুদ্ধের জন্য সীমান্তে রসদ-গোলাবারুদ সরবরাহ শুরু ভারতের

  আন্তর্জাতিক ডেস্ক

১৬ সেপ্টেম্বর ২০২০, ১৫:২৪
যুদ্ধের জন্য সীমান্তে রসদ-গোলাবারুদ সরবরাহ শুরু ভারতের
যুদ্ধের জন্য রসদ ও গোলাবারুদ নিয়ে সীমান্তের দিকে যাচ্ছে ভারতীয় সেনারা (ছবি : দ্য হিন্দু)

ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে এশিয়ার পরাশক্তি চীন ও প্রতিবেশী রাষ্ট্র ভারতের সম্পর্ক। লাদাখ সীমান্তে গলওয়ান উপত্যকায় চীনা সেনাদের সঙ্গে সংঘর্ষের পর সতর্ক অবস্থানে আছে দুই দেশের সেনারা।

এমন পরিস্থিতিতে তীব্র শীতের হাত থেকে সেনাদের রক্ষায় হিমালয়ে বিরোধপূর্ণ চীনা সীমান্ত এলাকায় ভারতীয় সামরিক বাহিনীর পুরো পরিবহন নেটওয়ার্ক সক্রিয়ভাবে কাজ শুরু করেছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সাম্প্রতিক মাসগুলোতে, তিব্বতের সীমান্তবর্তী অঞ্চল লাদাখে কয়েক বছরের মধ্যে ভারতের অন্যতম বৃহত্তম সামরিক রসদ- প্রচুর পরিমাণে গোলাবারুদ, সরঞ্জাম, জ্বালানী, শীতের সরবরাহ এবং খাদ্য পাঠানো হয়েছে।

আরও পড়ুন : ভারত সীমান্তে ভয়ঙ্কর বোমারু বিমান মোতায়েন চীনের, উদ্বিগ্ন মোদী

চীনা সীমান্ত ঘেঁষা তুষার আবৃত লাদাখে গত মে এবং জুনে ঘটে যাওয়া হাতাহাতি যুদ্ধের পরপরই ভারতকে এমন পদক্ষেপ নিতে দেখা গেল।

আরও পড়ুন : উত্তেজনার মধ্যেই সীমান্তে চীনের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি ভারতের

উল্লেখ্য, যদিও উভয় দেশই এই সংঘাতের সমাধানের জন্য আলোচনা চালিয়ে যাচ্ছে, তবে কোনো পক্ষই এখন পর্যন্ত পিছপা হয়নি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড