• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

উপকূলে ভয়ঙ্কর সামরিক মহড়া ইরানের, চাপে ইসরায়েল-যুক্তরাষ্ট্র

  আন্তর্জাতিক ডেস্ক

১০ সেপ্টেম্বর ২০২০, ১৫:০৪
উপকূলে ভয়ঙ্কর সামরিক মহড়া ইরানের, চাপে ইসরায়েল-যুক্তরাষ্ট্র
সামরিক মহড়া চালানো হচ্ছে (ছবি : প্রতীকী)

পারস্য উপসাগরের কৌশলগত এলাকায় বিশাল নৌ মহড়া শুরু করেছে ইসলামি প্রজাতন্ত্র ইরানের সামরিক বাহিনী। অঞ্চলটির হরমুজ প্রণালীর পূর্বাঞ্চল থেকে ভারত মহাসাগরের উত্তর এলাকায় মহড়াটি অনুষ্ঠিত হচ্ছে।

পার্সটুডের প্রতিবেদনে বলা হয়, ইরানি বাহিনী এবার যে অঞ্চলে নৌ মহড়া শুরু করেছে সেটি হচ্ছে পারস্য উপসাগরে আন্তর্জাতিক জাহাজ প্রবেশের একমাত্র পথ। মূলত এই পথ দিয়েই জ্বালানি তেলের বিরাট একটা অংশ বিশ্বের বিভিন্ন দেশে যায়। তাই বিষয়টি নিয়ে এক রকম চাপের মধ্যে রয়েছে ইহুদি রাষ্ট্র ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র।

ইরানি সামরিক বাহিনী জানিয়েছে, গুরুত্বপূর্ণ আঞ্চলিক এই নৌ রুটের নিরাপত্তা ও আন্তর্জাতিক জাহাজের নিরাপত্তা জোরদার করার লক্ষ্য নিয়ে ইরানি সামরিক বাহিনী জুলফিকার-৯৯ নামে এ মহড়া পরিচালনা করছে। এর আগেও ইরান বহুবার পারস্য উপসাগর ও ভারত মহাসাগরের এই এলাকায় সামরিক মহড়া চালিয়েছে।

আরও পড়ুন : মুসলিম উম্মাহর একক ভরসা হতে চান এরদোগান

সেসব মহড়ায় নতুন নতুন নানা রকমের অস্ত্র ও সামরিক সরঞ্জামের পরীক্ষা চালানো হয়েছে। তবে এবার নতুন কোনো অস্ত্রের পরীক্ষা করা হবে কিনা তা এখনো নিশ্চিত নয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড