• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইসরায়েলকে সাহায্য করায় সৌদি বাদশাহর প্রশংসায় পঞ্চমুখ ট্রাম্প

  আন্তর্জাতিক ডেস্ক

০৭ সেপ্টেম্বর ২০২০, ১৫:২৪
ইসরায়েলকে সাহায্য করায় সৌদি বাদশাহর প্রশংসায় পঞ্চমুখ ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সৌদির বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ (ছবি : খালিজ টাইমস)

মধ্যপ্রাচ্যের ইহুদিবাদী দখলদার রাষ্ট্র ইসরায়েল ও কথিত মুসলিম রাষ্ট্র সংযুক্ত আরব আমিরাতের মধ্যে সরাসরি ফ্লাইট চলাচলের জন্য নিজেদের আকাশপথ খুলে দিয়েছে আরেক মুসলিম দেশ সৌদি আরব। এ কারণে বাদশাহ সালমান বিন আব্দুল আজিজকে ধন্যবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তেলআবিব ও আবুধাবির মধ্যে বন্ধুত্ব গড়ার ক্ষেত্রে রিয়াদের সিদ্ধান্তটিকে স্বাগত জানান তিনি।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, হোয়াইট হাউসের মুখপাত্র জাড ডিয়ার জানান, বাদশাহ সালমান বিন আবদুল আজিজের সাথে ফোনালাপে আঞ্চলিক সুরক্ষা বাড়ানোর উপায় নিয়েও আলোচনা করেন ট্রাম্প।

পারস্য উপসাগরীয় অন্যান্য আরব দেশের সঙ্গে ইসরায়েলের বিরোধ নিরসনে সৌদি আরবকে মধ্যস্থতা করারও অনুরোধ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

আরও পড়ুন : পাকিস্তানে গাঁজা ব্যবহারের অনুমতি দিলেন ইমরান খান

গত ৩১ অগাস্ট প্রথমবারের মতো ইসরায়েলি ও মার্কিন কর্মকর্তাদের নিয়ে তেল আবিব থেকে একটি বাণিজ্যিক ফ্লাইট সৌদি আরবের ওপর দিয়ে সরাসরি আমিরাতের আবু ধাবিতে যায়।

আরও পড়ুন : যে কারণে ট্রাম্পের জন্য ভোট চাইছেন লাদেনের ভাতিজি!

এতদিন ইসরাইলি ফ্লাইটের জন্য সৌদি আরবের আকাশসীমা নিষিদ্ধ ছিল। তবে এই বিশেষ ফ্লাইটটিকে সৌদি তাদের আকাশসীমা ব্যবহার করার অনুমতি দেয়।

আরও পড়ুন : ইরানের বিরুদ্ধে মাঠে নামছে ইসরায়েল-আমিরাত, হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

ইসরায়েল এবং আরব আমিরাতের মধ্যে বিমান চলাচলের জন্য আকাশসীমা খোলা রাখার সৌদি সিদ্ধান্তের ফলে ওই দুই দেশের মধ্যে যাতায়াতে কয়েক ঘণ্টা সময় কম লাগবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড