• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সন্ত্রাসীদের খাতা থেকে নাম কাটবে সুদানের

  আন্তর্জাতিক ডেস্ক

০৬ সেপ্টেম্বর ২০২০, ০৯:১৮
ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সন্ত্রাসীদের খাতা থেকে নাম কাটবে সুদানের
সুদানি সন্ত্রাসী গোষ্ঠীর সদস্য (ছবি : প্রতীকী)

মধ্যপ্রাচ্যের ইহুদিবাদী দখলদার রাষ্ট্র ইসরায়েলকে স্বীকৃতি দিলেই কেবল উত্তর আফ্রিকার দেশ সুদানের নাম সন্ত্রাসীদের খাতা থেকে নাম কাটবে মার্কিন যুক্তরাষ্ট্র। যদিও সুদানের পররাষ্ট্রমন্ত্রী উমর কামারুদ্দিন ট্রাম্প প্রশাসনের এই ন্যক্কারজনক প্রস্তাবকে ফাঁস করে দিয়েছেন।

শনিবার (৫ সেপ্টেম্বর) আরবি দৈনিক আত-তিয়ারকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও সম্প্রতি খার্তুম সফরে গিয়ে সুদান সরকারকে এই প্রস্তাব দেন। যুক্তরাষ্ট্র আমাদের প্রস্তাব দিয়ে বলেছে, ইসরায়েলকে স্বীকৃতি দাও আর সন্ত্রাসীদের খাতা থেকে নিজেদের নাম কাটাও।

তিনি জানান, পম্পেও সুদান সরকারকে বলেছেন, আন্তর্জাতিক সন্ত্রাসবাদে সুদানের কথিত সমর্থনের কারণে দেশটির যে নাম আমেরিকার সন্ত্রাসবাদের কালো তালিকায় রয়েছে তা কাটাতে হলে ইসরায়েলকে স্বীকৃতি দিতে হবে। পম্পেও এই দুটি বিষয়কে পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত বলে মন্তব্য করেন।

আরও পড়ুন : ফিলিস্তিনিদের কাঁদিয়ে জেরুজালেমে দূতাবাস খুলছে কসোভো-সার্বিয়া

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইসরায়েলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক স্থাপন করিয়ে দিতে সক্ষম হন। ট্রাম্প প্রশাসন এখন আরও বেশি আরব দেশকে একই কাজে উদ্বুদ্ধ করার জন্য নানারকম ফন্দি ও কৌশলের আশ্রয় নিচ্ছে।

সূত্র : পার্সটুডে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড