• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

তালিবান যোদ্ধাদের সন্ত্রাসী বলে হুমকি দিলেন পাকিস্তানি মন্ত্রী

  আন্তর্জাতিক ডেস্ক

৩০ আগস্ট ২০২০, ১৪:৪৫
তালিবান যোদ্ধাদের সন্ত্রাসী বলে হুমকি দিলেন পাকিস্তানি মন্ত্রী
অস্ত্র হাতে তালিবান যোদ্ধারা (ছবি : আল-জাজিরা)

পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারপারসন ও বিরোধী দলীয় নেতা বিলাওয়াল ভুট্টো জারদারিকে হত্যার হুমকি দিয়েছিল সশস্ত্র বিদ্রোহী সংগঠন তেহরিক-ই-তালিবান (টিটিপি)। মূলত এর পরপরই দলটিকে সন্ত্রাসী গোষ্ঠী আখ্যা দিয়ে সংগঠনের সাবেক মুখপাত্র এহসানউল্লাহ এহসানের বিরুদ্ধে দ্রুত মামলা দায়েরের জন্য পাক সরকারের কাছে দাবি জানিয়েছেন সিন্ধুর কৃষিমন্ত্রী মুহাম্মদ ইসমাইল রাহু।

পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন গত ১৭ জুলাই জানিয়েছে, এহসান পরিচালিত একটি টুইটার অ্যাকাউন্ট থেকে বিলাওয়াল ভুট্টোকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। সেখানে বলা হয়, বিলাওয়াল ভুট্টোকেও তার প্রয়াত মা বেনজির ভুট্টোর মতো পরিণতির মুখোমুখি হতে হবে।

২০০৭ সালের ২৭ জানুয়ারি ১৫ বছর বয়সী এক কিশোরের আত্মঘাতী বোমা হামলায় নিহত হন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো। রাওয়ালপিন্ডিতে নির্বাচনি জনসভা শেষে বেনজির ভুট্টো যখন গাড়ির দিকে যাচ্ছিলেন, তখন বিলাল নামের ওই কিশোর তাকে গুলি করে এবং আত্মঘাতী হামলা চালায়।

আরও পড়ুন : যে কারণে তিব্বতকে ‘দুর্ভেদ্য দুর্গ’ বানাচ্ছে চীন

সম্প্রতি পাকিস্তানের জাতীয় সংসদে প্রধানমন্ত্রী ইমরান খান কর্তৃক ‘একজন সন্ত্রাসবাদীকে শহীদ’ বলা নিয়ে তীব্র সমালোচনা করেছিলেন বিলাওয়াল ভুট্টো। আবার সেই বক্তব্য টুইট করেছিল তার দলের মিডিয়া উইং। মূলত সেই সমালোচনা পোস্টের জবাবে বিলাওয়াল ভুট্টোকে এই হুমকি দেওয়া হয়।

আরও পড়ুন : মার্কিন বোমারু বিমানকে ধাওয়া করল রুশ যুদ্ধবিমান, বাড়ছে উত্তেজনা

মূলত সেই হুমকির প্রতিবাদ জানিয়ে রাহু বলেছেন, বিলাওয়াল ভুট্টোর যদি কিছু হয়, তাহলে প্রধানমন্ত্রী ইমরান খানকে এর দায় নিতে হবে। পর্যালোচনা করতে হবে, পিপিপি চেয়ারপারসন বিলাওয়াল প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সংসদে কথা বলেছিলেন। যদিও তিনি হুমকি পেয়েছেন এহসানউল্লাহর কাছ থেকে।

আরও পড়ুন : উত্তেজনা বাড়িয়ে সাইপ্রাসে ভয়ঙ্কর সামরিক মহড়া তুরস্কের

এছাড়া ইসলামাবাদ বা প্রধানমন্ত্রীর বাসভবন বনি গালা থেকেও এখন পর্যন্ত এই হুমকির প্রতিবাদ করা হয়নি বলেও জানিয়েছেন মুহাম্মদ ইসমাইল রাহু।

সূত্র : এক্সপ্রেস ট্রিবিউন

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড