• রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে পরমাণু অস্ত্র নিয়ে না খেলার হুঁশিয়ারি ইরানের

  আন্তর্জাতিক ডেস্ক

২৫ আগস্ট ২০২০, ০৮:৩০
যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে পরমাণু অস্ত্র নিয়ে না খেলার হুঁশিয়ারি ইরানের
পরমাণু হামলা চালানো হচ্ছে (ছবি : প্রতীকী)

পরমাণু অস্ত্রধারী শক্তি হিসেবে পরিচিত ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রকে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) কোনো মিশন নিয়ে খেলতে দেবে না ইসলামি প্রজাতন্ত্র ইরান। সোমবার (২৪ আগস্ট) এমনটাই জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ।

তিনি বলেন, আমেরিকা এবং ইসরায়েল পরমাণু অস্ত্রের অধিকারী হওয়ার কারণে আইএইএর লক্ষ্য, মধ্যপ্রাচ্য এবং বিশ্বের শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত করে। শুধু তাই নয়, তারা আইএইএর লক্ষ্য নিয়ে মশকরা করে কিন্তু এগুলো আর তাদের করতে দেওয়া হবে না।

এবার সুস্পষ্ট করে জারিফ বলেছেন, আমেরিকা হচ্ছে বিশ্বের একমাত্র দেশ যারা ১৯৪৫ সালে জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতে পরমাণু বোমার ব্যবহার করেছে। অথচ আজ সেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল অব্যাহতভাবে ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচিকে সামরিকীকরণের ব্যাপারে অভিযুক্ত করে আসছে। এ দুটি শক্তি ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আইএইএর ওপর বাড়তি চাপ সৃষ্টি করে চলেছে।

আরও পড়ুন : আমিরাতের পর এবার সৌদির দিকে নজর ইসরায়েলের

বিষয়টি নিয়ে জারিফ বলেছিলেন, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সঙ্গে ইরানের সহযোগিতার বিষয়টি স্বচ্ছতার নীতির ওপর প্রতিষ্ঠিত।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রকে মোকাবিলায় নিজেদের শক্তিশালী করছে ইরান-সিরিয়া

তিনি ইরানের সর্বোচ্চ নেতা খামেনির দেওয়া ফতোয়ার কথা উল্লেখ করে বলেন, ইরানের হাতে পরমাণু অস্ত্র নেই এবং কখনও তা বানাবেও না।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড