• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

সামরিক বাহিনীর সঙ্গে সংঘর্ষে দক্ষিণ সুদানে নিহত ৮১

  আন্তর্জাতিক ডেস্ক

১১ আগস্ট ২০২০, ২৩:৫২
সংঘর্ষ
সামরিক বাহিনীর সঙ্গে সংঘর্ষে দক্ষিণ সুদানে নিহত ৮১ (ছবি : সংগৃহীত)

সরকারি বাহিনীর সঙ্গে সশস্ত্র বেসামরিক নাগরিকদের সংঘর্ষে দক্ষিণ সুদানের ওয়ার্প রাজ্যে অন্তত ৮১ জন নিহত হয়েছেন।

মঙ্গলবার (১১ আগস্ট) দেশটির সামরিক বাহিনীর এক মুখপাত্র এই তথ্য জানিয়েছেন।

দক্ষিণ সুদানের সামরিক বাহিনীর মুখপাত্র লাল রুয়াই কোয়াং বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, দুই দিন ধরে দেশটির গ্রেটার তোঞ্জ এলাকার কিছু সশস্ত্র তরুণ নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ে। তবে কী কারণে এই সংঘাতের সূত্রপাত তা এখনো জানা যায়নি। এ ঘনটায় তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি এলাকাটিতে ব্যাপক নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।

তিনি বলেন, ‘নিহতদের মধ্যে ৫৫ জন নিরাপত্তা বাহিনীর সদস্য এবং ২৬ জন বেসামরিক নাগরিক। এছাড়া নিরাপত্তা বাহিনীর আরও ৩১ সদস্য আহত হয়েছেন।’

আরও পড়ুন : রাশিয়ার সীমান্ত লঙ্ঘনের চেষ্টা মার্কিন গোয়েন্দা বিমানের, উত্তেজনা চরমে

কোয়াং আরও জানান, আহতরা রাজধানী জুবার সামরিক হাসপাতালে পালিয়ে আসতে সক্ষম হয়েছে। ইতোমধ্যেই কর্তৃপক্ষ ওই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসতে সক্ষম হয়েছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড