• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

বৈরুতে এখনো আছে বিপজ্জনক রাসায়নিক, যে কোনো সময় বিস্ফোরণ!

  আন্তর্জাতিক ডেস্ক

১১ আগস্ট ২০২০, ১৫:৪৬
বৈরুতে এখনো আছে বিপজ্জনক রাসায়নিক, যে কোনো সময় বিস্ফোরণ!
বিস্ফোরণে বিধ্বস্ত বৈরুত বন্দর (ছবি : আল-জাজিরা)

ভয়াবহ বিস্ফোরণে বিধ্বস্ত মধ্যপ্রাচ্যের দেশ লেবাননের রাজধানী বৈরুতের বন্দরে এখনো বিষাক্ত রাসায়নিক দ্রব্য মজুত আছে বলে দাবি করছে ফ্রান্স। এরই মধ্যে ২০ কন্টেইনার বিপজ্জনক রাসায়নিক পদার্থের খোঁজ পেয়েছে ফ্রান্স এবং ইতালির রসায়নবিদরা।

ফরাসি রসায়নবিদ অ্যান্থোনি বলছেন, গেল সপ্তাহের বিস্ফোরণে সময় অনেক কন্টেইনার লিক হয়ে গেছে। এরই মধ্যে আরও ২০ কন্টেইনার বিষাক্ত রাসায়নিক পদার্থ বৈরুত বন্দরে আছে। ধারণা করা হচ্ছে, এগুলো যে কোনো সময় বিস্ফোরিত হতে পারে।

সোমবার (১০ আগস্ট) টেলিভিশনকে দেওয়া সাক্ষাতকারে অ্যান্থনি জানান, যে রসায়ন পদার্থ গুলো এখনো আছে তা অত্যন্ত বিপজ্জনক। লেবাননের অগ্নিনির্বাপক কর্মীরা সব কন্টেইনার বিশ্লেষণ করে তা সুরক্ষিত করার চেষ্টা করছে। বিপজ্জনক যা আছে সব খুব দ্রুত অপসরণ করতে হবে।

আরও পড়ুন : বিস্ফোরণে বিধ্বস্ত লেবাননকে যুদ্ধের হুঁশিয়ারি দিল ইসরায়েল

অ্যান্থনি বলছেন, ব্যাটারি বা অন্য ধরণের তরল দ্রব্য রয়েছে যা বিস্ফোরণের সম্ভাবনাকে বাড়িয়ে দেয়। তবে বন্দরের অন্যান্য জোনে বিস্ফোরক দ্রব্য আছে কিনা তা এখনো নিশ্চিত নয়।

আরও পড়ুন : বিধ্বস্ত লেবানন থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার চায় ইরান

গত মঙ্গলবার (৪ আগস্ট) রাজধানী বৈরুতের গুদামে দীর্ঘদিন ধরে মজুদ রাখা রাসায়নিক পদার্থ ‘অ্যামোনিয়াম নাইট্রেট থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে অন্তত ২২০ জন মানুষের প্রাণহানির ঘটনা ঘটেছে। তাছাড়া আহত হয়েছেন ছয় হাজারের বেশি লোক।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড