• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

সরকারের ব্যর্থতার দায় স্বীকার করে লেবাননের তথ্যমন্ত্রীর পদত্যাগ

  আন্তর্জাতিক ডেস্ক

০৯ আগস্ট ২০২০, ১৭:৫৪
লেবাননের তথ্যমন্ত্রী
লেবাননের তথ্যমন্ত্রী মানাল আবদেল সামাদ (ছবি : সংগৃহীত)

লেবাননের তথ্যমন্ত্রী মানাল আবদেল সামাদ বৈরুতে ভয়াবহ বিস্ফোরণে দেড় শতাধিক মানুষের মৃত্যুর পর দেশটির ক্ষমতাসীন সরকারের ব্যর্থতার দায় স্বীকার করে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

বৈরুত বিস্ফোরণে পর কয়েকদিন ধরে দেশটিতে চলমান ব্যাপক জনবিক্ষোভের মাঝে রোববার তিনি পদত্যাগের ঘোষণা দেন।

টেলিভিশনে দেয়া এক সংক্ষিপ্ত ভাষণে লেবাননের এই মন্ত্রী বলেন, বৈরুতে বিশাল বিপর্যয়ের পর আমি সরকার থেকে পদত্যাগ করেছি। আমি লেবাননিজদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। আমরা তাদের প্রত্যাশাপূরণ করতে পারিনি।

শনিবার সন্ধ্যায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সরকারি বিভিন্ন অফিসে সরকারবিরোধী বিক্ষোভকারীদের হামলার পর পদত্যাগ করলেন মন্ত্রী মানাল আবদেল সামাদ। শনিবার রাজধানী বৈরুতে হাজার হাজার বিক্ষোভকারীর সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ সময় বিক্ষোভকারীদের লক্ষ্য করে টিয়ার গ্যাস নিক্ষেপ করে পুলিশ।

আরও পড়ুন : উত্তপ্ত লেবাননে চার সাংসদের পদত্যাগ

রোববার লেবাননের রেড ক্রস বলছে, পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত অন্তত ৬৫ জনকে পার্শ্ববর্তী হাসপাতালে নেয়া হয়েছে। এছাড়া ঘটনাস্থলে চিকিৎসা দেয়া হয়েছে আরও ১৮৫ জনকে।

ফরাসী বার্তাসংস্থা এএফপি বলছে, শনিবারের ওই সংঘর্ষে পুলিশের অন্তত এক কর্মকর্তা নিহত হয়েছেন। এদিকে, দেশটির প্রধানমন্ত্রী বলেছেন, তিনি সংসদে আগাম নির্বাচনের প্রস্তাব করবেন। দেশের এই সঙ্কটে সব রাজনৈতিক দলকে ভেদাভেদ ভুলে কাজ করার আহ্বান জানিয়েছেন।

গত মঙ্গলবার বৈরুতের পূর্বাঞ্চলীয় বন্দরে ভয়াবহ বিস্ফোরণে দেড় শতাধিক মানুষের প্রাণহানি ঘটে। এতে আহত হয়েছেন আরও ৫ হাজারের বেশি। জাতিসংঘ বলছে, লেবাননের এই বিস্ফোরণে দেশটির রাজধানীর তিন লাখের বেশি বাসিন্দা ক্ষতিগ্রস্ত হয়েছেন। বিস্ফোরণের জন্য দেশটির সরকারের অবহেলা এবং দুর্নীতিকে দায়ী করে হাজার হাজার মানুষ সরকারবিরোধী বিক্ষোভ করছেন।

লেবাননের সরকারি কর্মকর্তারা বলেছেন, বৈরুতের বন্দরের একটি গুদামে অবৈধভাবে মজুদ করে রাখা ২ হাজার ৭৫০ টনের বেশি অ্যামোনিয়াম নাইট্রেটের বিস্ফোরণ ঘটেছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড