• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৪০ °সে
  • বেটা ভার্সন
sonargao

ট্রাম্প পুত্রকে নিষিদ্ধ করল টুইটার

  আন্তর্জাতিক ডেস্ক

২৯ জুলাই ২০২০, ১৩:৩৩
ট্রাম্প পুত্রকে নিষিদ্ধ করল টুইটার
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার বড় ছেলে ট্রাম্প জুনিয়র (ছবি : সিএনএন)

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ট্রাম্প জুনিয়রকে ১২ ঘণ্টার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার থেকে নিষেধাজ্ঞা আরোপ করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার (২৮ জুলাই) টুইটার কর্তৃপক্ষের বরাতে তথ্যটি জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ।

পদক্ষেপটি নেওয়ার কারন হিসেবে টুইটারের পক্ষ থেকে জানানো হয়, ট্রাম্প জুনিয়র তার টুইটার হ্যান্ডেলে যে ভিডিও বার্তাটি পোস্ট করেছিলেন তা কোভিড-১৯ নিয়ে মিথ্যা তথ্য ছড়ানো ঠেকাতে আমাদের নীতির পরিপন্থি। তাই আমরা আমাদের নীতির সঙ্গে সামঞ্জস্য রেখেই পদক্ষেপটি নিয়েছি।

এ দিকে এমন নিষেধাজ্ঞার বিষয়ে ট্রাম্প জুনিয়রের মুখপাত্র অ্যান্ডি সুরাবিয়ান বলেন, টুইটার কর্তৃপক্ষ নিজেদের সীমানার বাইরে গিয়ে সিদ্ধান্তটি নিয়েছে। যা অত্যন্ত নিন্দনীয়।

উল্লেখ্য, হাইড্রক্সিক্লোরোকুইনকে করোনায় কার্যকরী ওষুধ বলে প্রচার চালিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওষুধটিকে করোনায় ‘গেম চেঞ্জার’বলে অভিহিত করেছিলেন।

আরও পড়ুন : ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে মার্কিন যুদ্ধজাহাজের দখল নিল ইরান (ভিডিও)

এবার সেই ওষুধের প্রচারণা চালাতে গিয়ে নিষেধাজ্ঞায় পড়লেন ট্রাম্পেরই বড় ছেলে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড