• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

মাঝসমুদ্রে ডাচ সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত

  আন্তর্জাতিক ডেস্ক

২১ জুলাই ২০২০, ০৯:৫৪
মাঝসমুদ্রে ডাচ সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত
মাঝসমুদ্রে ডাচ সামরিক হেলিকপ্টার (ছবি : প্রতীকী)

ক্যারিবিয়ান সাগরে ভেঙে পড়ল একটি ডাচ সামরিক হেলিকপ্টার। এবার আরুবা দ্বীপের নিকটবর্তী সমুদ্রে চপাড়টি ভেঙে পড়ে বলে জানিয়েছে নেদারল্যান্ডসের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

মন্ত্রণালয় থেকে পাঠানো বিবৃতির বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সোমবার (২০ জুলাই) বিকালে ঘটা ভয়াবহ সেই দুর্ঘটনায় হেলিকপ্টারের পাইলটসহ দুইজনের মৃত্যু[ হয়।

ডাচ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, দুর্ঘটনার সময় হেলিকপ্টারটিতে চারজন আরোহী ছিলেন। এদের মধ্যে দুইজনের মৃত্যু হলেও বাকিরা জীবিত আছেন।

দুর্ঘটনার বিষয় নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন দেশটির আর্মড ফোর্সের প্রধান রব বাউয়ের। তিনি জানিয়েছেন, হেলিকপ্টারটি কী কারণে ভেঙে পড়েছে, এখন পর্যন্ত তা জানা যায়নি। তবে ওই কপ্টারটি উপকূল এলাকায় নজরদারি চালাচ্ছিল বলে আমরা জানতে পেরেছি। এরপর দ্বীপ থেকে প্রায় ১২.৫ কিমি দূরে হেলিকপ্টারটি ভেঙে পড়ে।

আরও পড়ুন : হাঙরের মুখ থেকে শিশুর প্রাণ বাঁচাল পুলিশ (ভিডিও)

উল্লেখ্য, দুর্ঘটনায় মৃতদের মধ্যে রয়েছেন- ৩৪ বছর বয়সী পাইলট ক্রিস্টিন মার্টেনস এবং ৩৩ বছরের ট্যাকটিকাল কো-অর্ডিনেটর এরউইন ওয়ার্নিস। হেলিকপ্টারের বাকি দুই সদস্যের আঘাত গুরুতর নয় বলে জানানো হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড