• বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১  |   ২৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

হাঙরের মুখ থেকে শিশুর প্রাণ বাঁচাল পুলিশ (ভিডিও)

  আন্তর্জাতিক ডেস্ক

২১ জুলাই ২০২০, ০৯:২৬
হাঙরের মুখ থেকে শিশুর প্রাণ বাঁচাল পুলিশ (ভিডিও)
হাঙরের মুখ থেকে শিশুটিকে বাঁচাচ্ছেন পুলিশ (ছবি : ব্লুমবার্গ)

পুলিশের এক কর্মকর্তার তৎপরতায় প্রাণে রক্ষা পেল এক শিশু। নয়তো হাঙরের পেটেই চলে যেতে হতো তাকে। সম্প্রতি এমনই এক ভয়ঙ্কর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটি পোস্ট হয়েছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কোকো বিচ পুলিশ অ্যান্ড ফায়ারের ফেসবুক পেজ থেকে।

ভিডিওতে দেখা যায়, নীল সমুদ্রের পানিতে একের পর এক ছোট ছোট ঢেউ এগিয়ে আসছে। আর সেই পানিতে ক্যামেরা যেন বিশেষ কিছু একটাকে অনুসরণ করার চেষ্টা করছে। একটু পরেই অবশ্য পরিষ্কার হয়ে যায় সম্পূর্ণ বিষয়টি। সেখানে একটি হাঙর ঘোরাঘুরি করছে। যার পিঠের ও লেজের পাখনার খানিকটা পানির উপরে ভাসতে দেখা গেছে।

সমুদ্র উপকূলে ঘুরে বেড়াচ্ছিল হাঙরটি। আর তার কাছেই সার্ফিং বোর্ড নিয়ে সাঁতার কাটছিল একটি শিশু। যিনি ক্যামেরায় হাঙরটির গতিবিধি পর্যবেক্ষণ করছিলেন, সেখানে তিনি ছাড়াও আরও একজন উপস্থিত ছিলেন। তিনি একজন পুলিশ সদস্য, নাম অড্রিয়ান কোসিকি। যিনি হাঙরটির উপস্থিতি বুঝতে পেরেই তাৎক্ষণিক ওই শিশুটিকে টেনে সরিয়ে আনেন। কেননা হাঙরটি তার দিকেই এগোচ্ছিল।

বিশ্লেষকদের মতে, সময় মতো পুলিশ কর্মী ওই শিশুটিকে পানি থেকে উদ্ধার না করলে হাঙরের আক্রমণে তার প্রাণ পর্যন্ত যেতে পারত।

আরও পড়ুন : বিধ্বংসী লেজার ক্ষেপণাস্ত্রের উদ্বোধন করল ইরান (ভিডিও)

উল্লেখ্য, এরই মধ্যে স্থানীয় সবাই ওই পুলিশ কর্মকর্তার প্রশংসা করতে শুরু করেছেন। তাদের মতে, ওই পুলিশ কর্মকর্তা না থাকলে শিশুটির কী হতো তা নিয়েও সংশয় রয়েছে।

ভিডিওটি দেখতে এই লিঙ্কে ক্লিক করুন

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড