• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

সিরিয়ায় ভোটের দিনে বোমা হামলায় নিহত ৭

  আন্তর্জাতিক ডেস্ক

২০ জুলাই ২০২০, ১১:১১
সিরিয়ায় ভোটের দিনে বোমা হামলায় নিহত ৭
বিস্ফোরণের পর হতাহতদের উদ্ধার করা হচ্ছে (ছবি : প্রতীকী)

সাধারণ নির্বাচন আয়োজন করায় ভোটের দিনই ভয়াবহ বোমা হামলার শিকার হলো মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্র সিরিয়া। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় আলেপ্পো প্রদেশের আজাজ শহরের কাছে গোপনে পেতে রাখা বোমার বিস্ফোরণে অন্তত সাতজনের প্রাণহানি[ ঘটেছে এতে অর্ধশতাধিক লোক গুরুতরভাবে আহত হয়েছেন।

তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি জানিয়েছে, সিরিয়ায় জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দিনে এই বোমা হামলা হলো। এবার আজাজ শহরের নিকটবর্তী একটি গ্রামে বিস্ফোরণটি ঘটে। এলাকাটি দীর্ঘদিন যাবত তুরস্ক সমর্থিত সিরিয়ার সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে রয়েছে।

লন্ডনভিত্তিক ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ জানিয়েছে, একটি গাড়ির ভেতর পেতে রাখা বোমা বিস্ফোরণে এই হতাহতের ঘটনা ঘটে। মূলত সীমান্তবর্তী বাব আল-সালাম পোস্টের প্রবেশ মুখে হামলাটি চালানো হয়।

আরও পড়ুন : জাপানি মিডিয়াতেও ঠাই পেল শাহেদের কুকীর্তি!

সংস্থাটির প্রধান রামি আব্দুর রহমান জানিয়েছেন, বিস্ফোরণে সাতজন নিহত এবং ৬০ জন আহত হয়েছেন। যদিও আহতের সংখ্যা ৮৫ বলে জানিয়েছে আনাদোলু এজেন্সি। তাছাড়া নিহতদের মধ্যে পাঁচজন জন বেসামরিক ব্যক্তিও রয়েছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড