• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

অক্সিজেন সিলিন্ডার সংকট নিয়ে হুঁশিয়ারি ডব্লিউএইচওর

  আন্তর্জাতিক ডেস্ক

২৬ জুন ২০২০, ০৮:২৮
অক্সিজেন সিলিন্ডার সংকট নিয়ে হুঁশিয়ারি ডব্লিউএইচওর
অক্সিজেন সিলিন্ডার (ছবি : প্রতীকী)

বিশ্বজুড়ে প্রতি সপ্তাহে যখন নতুন করে দশ লাখ করোনা আক্রান্ত রোগী শনাক্ত হচ্ছে তখন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সতর্ক করে বলেছে, কোভিড-১৯ রোগীদের জন্য প্রয়োজনীয় অক্সিজেনের সংকটে ভুগছে হাসপাতালগুলো।

সংস্থাটির মহাপরিচালক টেড্রোস আডানোম গেব্রিয়াসিস বলেছেন, বহু দেশেই এখন অক্সিজেন পাওয়া কঠিন হয়ে গেছে। সরবরাহের চেয়ে চাহিদা বেশি হয়ে গেছে। বৃহস্পতিবার (২৫ জুন) ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

করোনা ভাইরাসের মহামারিতে বৃহস্পতিবার পর্যন্ত সারা বিশ্বে আক্রান্তের সংখ্যা ৯৪ লাখ ছাড়িয়ে গেছে। এই সপ্তাহের মধ্যে আক্রান্তের সংখ্যা কোটি ছাড়িয়ে যাবে বলে আশঙ্কা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এখন পর্যন্ত এই ভাইরাসের শিকার হয়ে মৃতের সংখ্যা চার লাখ ৮০ হাজার ছাড়িয়ে গেছে। মূলত ভাইরাসটিতে আক্রান্ত রোগীদের শ্বাসপ্রশ্বাসের জটিলতা কমাতে প্রয়োজন পড়ে অক্সিজেন সিলিন্ডার।

ডব্লিউএইচও জানিয়েছে, তারা ১৪ হাজার সিলিন্ডার অক্সিজেন কিনেছে। এগুলো সামনের সপ্তাহের মধ্যে ১২০টি দেশে পাঠানো হবে।

আরও পড়ুন : পাল্টাপাল্টি কূটনীতিক বহিষ্কার : পাক-ভারতে বাড়ছে উত্তেজনা

তাছাড়া আগামী ছয় মাসের মধ্যে দশ কোটি ডলার মূল্যের এক লাখ ৭০ হাজার সিলিন্ডার আগামী ছয় মাসের মধ্যে পাওয়া যাবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড