• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

পাল্টাপাল্টি কূটনীতিক বহিষ্কার : পাক-ভারতে বাড়ছে উত্তেজনা

  আন্তর্জাতিক ডেস্ক

২৫ জুন ২০২০, ১৩:৪৪
পাল্টাপাল্টি কূটনীতিক বহিষ্কার : পাক-ভারতে বাড়ছে উত্তেজনা
পাক-ভারতে সংঘাত (ছবি : প্রতীকী)

সীমান্ত বিরোধ নিয়ে চীন ও নেপালের সঙ্গে উত্তেজনার মধ্যেই আরেক প্রতিবেশী পাকিস্তানের সঙ্গে নতুন করে দিল্লির কূটনৈতিক বিরোধ সৃষ্টি হয়েছে। ভারত সরকার নয়াদিল্লিতে পাকিস্তান হাইকমিশনের অর্ধেক কর্মীকে বহিষ্কারের ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টা পর গত মঙ্গলবার (২৩ জুন) একই ধরনের পাল্টা পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেয় পাকিস্তান।

দেশটির পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশী বলছেন, চীনের ঘটনা থেকে জনগণের মনোযোগ সরাতে দিল্লি পাকিস্তানে হামলার পায়তারা করছে। তেমন কিছু ঘটলে সমুচিত জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে নয়াদিল্লিতে অবস্থানরত পাকিস্তানের হাইকমিশনের কর্মীদের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি ও সন্ত্রাসী সংগঠনগুলোর সঙ্গে লেনদেনের অভিযোগ আনা হয়। বিবৃতিতে পাকিস্তান হাইকমিশনের কর্মীর সংখ্যা ৫০ শতাংশ কমিয়ে আনার সিদ্ধান্তের ঘোষণা দেওয়া হয়।

ভারতের ওই অভিযোগকে পুরোপুরি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার এক বিবৃতিতে মন্ত্রণালয়টি জানায়, দিল্লিতে পাকিস্তানের হাইকমিশনের কর্মীরা কূটনৈতিক নীতিমালা মেনেই দায়িত্ব পালন করছিলেন। তারপরও নয়াদিল্লি এমন ব্যবস্থা নেওয়ায় পাল্টা ব্যবস্থা হিসেবে তারাও ভারতীয় হাইকমিশনের অর্ধেক কর্মীকে বহিষ্কার করবে।

স্বাধীনতার পর থেকেই পারমাণবিক শক্তিধর প্রতিদ্বন্দ্বী এই প্রতিবেশী দেশ দুটির মধ্যে সম্পর্কের টানাপড়েন এবং পাল্টাপাল্টি কূটনীতিক বহিষ্কারের ঘটনা নিয়মিতই ঘটে। অধিকাংশ সময় এসব বহিষ্কারের পেছনে থাকে গুপ্তচরবৃত্তির অভিযোগ। সম্প্রতি নয়াদিল্লিতে পাকিস্তানের হাইকমিশনে কর্মরত দুই পাকিস্তানিকে গুপ্তচরবৃত্তির অভিযোগে দেশে ফেরত পাঠানো হয়। তারা দুজনই ভিসা বিভাগে কর্মরত ছিলেন।

পাল্টা পদক্ষেপ হিসেবে ১৬ জুন ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনের দুই কর্মীকে গ্রেপ্তার করে পাকিস্তানের পুলিশ। পরে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতিতে জানায়, একটি সড়ক দুর্ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওই দুই ভারতীয় কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করার পর ছেড়ে দেওয়া হয়েছে। এই প্রসঙ্গ টেনে ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, পাকিস্তানের বিরুদ্ধে ভারত সরকারের অনিষ্টকর প্রচারণা ভারতীয় হাইকমিশনের কর্মকর্তাদের অবৈধ কার্যক্রমকে ঢাকতে পারবে না।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশী ভারতকে হুঁশিয়ারি করে বলেছেন, পাকিস্তানের বিরুদ্ধে যে কোনো ধরনের হামলা থেকে বিরত থাকুন, তা না হলে ভারতের সামরিক হামলার বিরুদ্ধে পূর্ণ শক্তি দিয়ে জবাব দেবে ইসলামাবাদ।

বুধবার (২৪ জুন) পাকিস্তানের বেসরকারি টেলিভিশন জিও টিভিকে দেওয়া এক সাক্ষাতকারে তিনি বলেন, চীন সীমান্তে সাম্প্রতিক সংঘাতের ঘটনা ধামাচাপা দিতে এবং ভারতের জনগণের দৃষ্টি ভিন্নখাতে প্রবাহিত করার জন্য ভারত পাকিস্তানের উপর হামলার ষড়যন্ত্র করছে।

আরও পড়ুন : রাশিয়ায় চীন-ভারতীয় প্রতিরক্ষামন্ত্রীর বৈঠক বাতিল, বাড়ল উত্তেজনা

পাল্টাপাল্টি হাইকমিশনের কর্মী বহিষ্কারের ঘোষণায় ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে উত্তেজনা বেড়েছে। ফলে এই অঞ্চল নতুন করে অশান্ত হয়ে উঠতে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড