• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

করোনার তাণ্ডবে ভারতে একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড

  আন্তর্জাতিক ডেস্ক

১৭ মে ২০২০, ১০:৪৩
করোনা
করোনার তাণ্ডবে ভারতে একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড (ছবি : সংগৃহীত)

গত ২৪ ঘণ্টায় ভারতে ৪ হাজার ৯৮৭ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। একদিনের হিসেবে যা এখন পর্যন্ত সর্বোচ্চ। এ নিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা ৯০ হাজার ৯২৭ জনে দাঁড়ালো।

রবিবার (১৭ মে) দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।

এছাড়া দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ১২০ জনের। সবমিলিয়ে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ভারতে মোট ২ হাজার ৮৭২ জনের মৃত্যু হয়েছে।

দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও বলা হয়েছে, এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ৩৪ হাজারের বেশি জন। এ নিয়ে দেশটিতে করোনায় সুস্থ হওয়ার হার দাঁড়িয়েছে ৩৭ দশমিক ৫১ শতাংশ।

আরও পড়ুন : আক্রান্তের সংখ্যায় ইতালি-স্পেনের রেকর্ড ভাঙল ব্রাজিল

করোনায় আক্রান্তের তালিকায় দেশটির মহারাষ্ট্র, দিল্লি, তামিলনাড়ু, গুজরাটের অবস্থান উপরে। গত ২৪ ঘণ্টায় এসব রাজ্যে আক্রান্তের সংখ্যা রেকর্ড হারে বেড়েছে।

তথ্যসূত্র : এনডিটিভি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড