• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

করোনার বিস্তার ঠেকাতে মালয়েশিয়ায় ২০ হাজার সেনা মোতায়েন

  আহমাদুল কবির, মালয়েশিয়া

২২ মার্চ ২০২০, ২২:০৭
সেনা
সেনা মোতায়েন (ছবি : দৈনিক অধিকার)

করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশজুড়ে ২০ হাজার সেনা মোতায়েন করেছে মালয়েশিয়া সরকার। সরকারের দেওয়া বিভিন্ন বিধিনিষেধ পালন এবং জনগণের গতিবিধি নিয়ন্ত্রণের লক্ষ্যে এসব সেনা রবিবার (২২ মার্চ) মাঠে নেমেছে।

করোনা ভাইরাসের কারণে মালয়েশিয়া এখন ভয়াবহ সমস্যার সম্মুখীন। এমন পরিস্থিতিতে শহর ও গ্রাম সর্বত্রই মানুষের চলাচল ও পাবলিক যানবাহনের গতিবিধি নিয়ন্ত্রণ করার জন্য সেনাবাহিনী ও পুলিশ একযোগে কাজ করছে বলে জানিয়েছেন মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রী মো. ইব্রাহিম সাবরি।

তিনি বলেন, আমরা জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করব। ইরানে অবস্থান করা ৭৯ জন মালয়েশিয়ার নাগরিক ইতোমধ্যে দেশে ফিরেছেন। তাদের ১৪ দিনের পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এ দিকে মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, একসঙ্গে একাধিক ব্যক্তি ঘর থেকে বের হওয়া যাবে না। এক পরিবারের একজন সদস্য সবার প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে বাইরে যেতে পারবে। আইন লঙ্ঘন করলে জেল জরিমানার বিধান রাখা হয়েছে।

আরও পড়ুন : করোনার থাবায় রুদ্ধ ইতালিতে ভূমিকম্পের আঘাত

উল্লেখ্য, মালয়েশিয়ায় এখন পর্যন্ত ১ হাজার ৩০৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১০ জন।

ওডি/এসসা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড