• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

পাথর ছুড়ে মার্কিন সেনাদের পিছু হটতে বাধ্য করল ক্ষুব্ধ সিরীয়রা 

  আন্তর্জাতিক ডেস্ক

০৮ মার্চ ২০২০, ২০:২২
মার্কিন সেনা
মার্কিন সেনাদের গাড়িতে পাথর নিক্ষেপ (ছবি : পার্সটুডে)

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তুর্কি প্রেসিডেন্ট রেসেপ তাইয়্যেপ এরদোগান সিরিয়ায় যুদ্ধবিরতি ঘোষণা করেছেন। ফলে দেশটিতে এখন কিছুটা স্থিতিশীলতা বিরাজ করছে। এমন অবস্থায় মার্কিন সেনাদের প্রতি নিজেদের ক্ষোভ প্রকাশ করেছেন সিরিয়ার সাধারণ জনগণ।

রবিবার (৮ মার্চ) সিরিয়ার জনগণ দেশটিতে মোতায়েন মার্কিন সেনাদের গাড়ি বহরে পাথর নিক্ষেপ করেছেন। খবর ‘মিডল ইস্ট মনিটর’।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যমটির খবরে বলা হয়েছে, রবিবার সকালে মার্কিন সেনাদের গাড়ি বহর সিরিয়ার উত্তরাঞ্চলে অবস্থিত আল-কুজলিয়া গ্রামে প্রবেশ করে। এ সময় তাদের গাড়ি বহর লক্ষ্য করে পাথর ছুড়ে স্থানীয় জনগণ। এতে বাধার মুখে পড়ে মার্কিন সেনারা। আর শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হয় তারা।

আরও পড়ুন : সিরিয়ায় দুদিনে ১৭ বার হামলা চালিয়েছে তুর্কি সমর্থিত বিদ্রোহীরা

প্রসঙ্গত, গত মাসের মাঝামাঝি সময়ে সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান শুরু করে দেশটির সরকারি বাহিনী। এতে সিরীয় সেনাদের সমর্থন দেয় রাশিয়া। অন্যদিকে রুশ সমর্থিত সিরীয় বাহিনীর অভিযানের বিরোধিতা করে তুরস্ক। আর এ ক্ষেত্রে তুর্কিদের প্রতি সমর্থন জানায় যুক্তরাষ্ট্র।

ওডি/এসসা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড