• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

এরদোগানকে গালাগাল, পার্লামেন্টে মারামারির ভিডিও ভাইরাল

  আন্তর্জাতিক ডেস্ক

০৫ মার্চ ২০২০, ১২:৩৩
এরদোগানকে গালাগাল, পার্লামেন্টে মারামারির ভিডিও ভাইরাল
তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়্যেপ এরদোগান (ছবি : দ্য টাইমস)

মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্র সিরিয়ার সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে এক রকম সংকটময় পরিস্থিতির মধ্যে রয়েছে ইউরোপের দেশ তুরস্ক। এর মধ্যেই দেশটির বিরোধী দলীয় এক আইনপ্রণেতা পার্লামেন্টে দেওয়া বক্তব্যে প্রেসিডেন্ট রেসেপ তাইয়্যেপ এরদোগানকে নিয়ে অসম্মানজনক মন্তব্য করেছেন। মূলত এর প্রেক্ষিতে বুধবার (৪ মার্চ) তুর্কি পার্লামেন্টে সরকার ও বিরোধী দলের সদস্যদের মধ্যে ব্যাপক ঘুষাঘুষির ঘটনা ঘটে।

এরই মধ্যে ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। হৈচৈ ও উত্তেজনাপূর্ণ ভিডিওটিতে দেখা যায়, পার্লামেন্টে আইনপ্রণেতাদের মধ্যে মারামারি চলাকালে কয়েকজন সদস্য মাটিতে পড়ে যান। কয়েক ডজনের অধিক পার্লামেন্ট সদস্য ওই কলহে যোগ দেন। তখন কেউ কেউ ডেস্কের ওপর উঠে প্রতিপক্ষকে ঘুষি মারেন। যদিও কেউ আবার মারামারি থামানোরও চেষ্টা করেন।

বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টির আইনপ্রণেতা এনজিন ওজকোক দাবি করেন, সিরিয়ায় নিহত তুর্কি সেনাদের প্রতি প্রেসিডেন্ট এরদোগান অসম্মান করেছেন। তিনি মূলত সংবাদ সম্মেলন ও টুইট বার্তায় সিরিয়ায় শহীদ হওয়া আমাদের সেনাদের প্রতি অবমাননা করেছেন।

মূলত এই অভিযোগের ভিত্তিতে তুর্কি প্রেসিডেন্টকে মর্যাদাহীন, জঘন্য, নীচ ও বিশ্বাসঘাতক বলে আখ্যায়িত করেন ওই আইনপ্রণেতা।

এর আগে নিজ দলের সমর্থকদের সামনে দেওয়া ভাষণে এরদোগান দাবি করেছিলেন, সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে তুর্কি সামরিক অভিযান নিয়ে প্রশ্ন তুলে বিরোধী দল মর্যাদাহীন, নীচ ও বিশ্বাসঘাতকতার পরিচয় দিয়েছে।

উল্লেখ্য, ইদলিবে গত কয়েক দিনের হামলা পাল্টা হামলায় তুরস্ক ও সিরীয় সেনাদের প্রাণহানিসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এমন প্রেক্ষাপটে বুধবার (৪ মার্চ) আঙ্কারা নিজেদের দুই সেনা নিহতের কথা স্বীকার করেছে। এ নিয়ে সিরিয়ায় প্রাণ হারানো তুর্কি সেনার সংখ্যা সরকারি হিসাবেই অর্ধশতাধিক হয়েছে।

আরও পড়ুন : আশ্রিত শরণার্থীরাই তুরস্কের হাতিয়ার!

অপরদিকে তুরস্কের আক্রমণে সিরিয়ার তিনটি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে। তাছাড়া এখন পর্যন্ত আসাদ বাহিনীর ছয় শতাধিক সেনা ও ইরান সমর্থিত শিয়া বিদ্রোহীরা মারা গেছেন।

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড