• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

কিমের ঘোষণার পর দুটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা উ. কোরিয়ার

  আন্তর্জাতিক ডেস্ক

০২ মার্চ ২০২০, ১৪:১৯
কিমের ঘোষণার পর দুটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা উ. কোরিয়ার
ক্ষেপণাস্ত্র হামলা চালানো হচ্ছে (ছবি : প্রতীকী)

চলতি বছর প্রথমবারের মতো দুটি প্রোজেক্টাইল ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। রবিবার (১ মার্চ) দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে। সিউলের দাবি, বছরের শুরুতে প্রোজেক্টাইল মিসাইল দুটি উৎক্ষেপণ করে পিয়ংইয়ং। যদিও ক্ষেপণাস্ত্রগুলো ঠিক কী ধরনের সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ জানিয়েছে, উত্তর কোরিয়ার নতুন এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়ে বেশি কিছু জানা যায়নি। যদিও দেশটির পূর্ব উপকূল থেকে জাপান সাগরে ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করা হয়।

দীর্ঘ ১৮ মাসের বিরতির পর গত বছরের মে মাস থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ শুরু করে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফের মতে, সিউলের সেনাবাহিনী সম্পূর্ণ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিককালে বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়ায় সিউল ও ওয়াশিংটন নিজেদের বার্ষিক যৌথ সামরিক মহড়া পিছিয়ে দেয়। মূলত এর পরপরই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল পিয়ংইয়ং।

এর আগে বছরের শুরুতে এক ঘোষণায় উ. কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন বলেছিলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কারণে আমাদের পারমাণবিক ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা এতদিন স্থগিত ছিল। যদিও এখন তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

বিশ্বকে সতর্ক করে প্রেসিডেন্ট কিম বলেন, ভবিষ্যতে নতুন কৌশলগত অস্ত্রের সাক্ষী হবে আমাদের বিশ্ব।

আরও পড়ুন : ফিলিপাইনে শপিং মলে ৩০ জনকে জিম্মি, আসছে গুলির শব্দ (ভিডিও)

উল্লেখ্য, গত বছরের নভেম্বরে সর্বশেষ একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে উত্তর কোরিয়া। পরবর্তীকালে মিসাইলটিকে বহুমাত্রিক বৃহদাকার রকেট লঞ্চার বলেও উল্লেখ করা হয়।

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড