• মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

ফিলিপাইনে শপিং মলে ৩০ জনকে জিম্মি, আসছে গুলির শব্দ

  আন্তর্জাতিক ডেস্ক

০২ মার্চ ২০২০, ১৩:৩০
ফিলিপাইনে শপিং মলে ৩০ জনকে জিম্মি, আসছে গুলির শব্দ
শপিং মলে নিরাপত্তা বাহিনী অভিযান চালাচ্ছে (ছবি : ফ্রান্স ২৪)

দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বীপরাষ্ট্র ফিলিপাইনের রাজধানী ম্যানিলার একটি শপিং মলে অন্তত ৩০ জনকে জিম্মি করে রেখেছে এক বন্দুকধারী। মলের ভেতর থেকে গুলির শব্দ আসলেও প্রাথমিকভাবে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ জানিয়েছে, সোমবার (২ মার্চ) সকালে ম্যানিলার গ্রিনহিলসের ভি-মলে ঘটনাটি ঘটে। তাছাড়া ঘটনাস্থল থেকে গুলির শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

মূলত গুলির শব্দ শোনার পরপরই ম্যানিলার পূর্বাঞ্চলীয় জেলা পুলিশের বিশেষ দল ঘটনাস্থলে উপস্থিত হয়। এ সময় নিরাপত্তার কথা বিবেচনা করে জনসাধারণকে এলাকাটি এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়েছে।

এ দিকে সাংবাদিকদের কাছে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জেলা পুলিশের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জনসন আলমাজানা।

আরও পড়ুন : কিমের নির্দেশে করোনা আক্রান্তকে গুলি করে হত্যা!

বিজ্ঞপ্তির মাধ্যমে তিনি জানান, ‘বিপথগামী’ একজন নিরাপত্তারক্ষী অস্ত্র ও গ্রেনেড নিয়ে শপিং মলের ভেতরে জিম্মিদশার সৃষ্টি করেছে। প্রশাসন তার সঙ্গে আলোচনা অব্যাহত রেখেছে। এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড