• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

কিমের নির্দেশে হত্যা করা করোনা রোগীর পরিচয় প্রকাশ

  আন্তর্জাতিক ডেস্ক

০১ মার্চ ২০২০, ১০:৪০
কিমের নির্দেশে করোনা আক্রান্তকে গুলি করে হত্যা!
উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন (ছবি : রয়টার্স)

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের নির্দেশে দেশটিতে করোনা ভাইরাসে আক্রান্ত এক রোগীকে গুলি করে হত্যা করা হয়েছে। সম্প্রতি এমন অভিযোগ করে খবর প্রকাশ করেছে সিঙ্গাপুরের বেশ কয়েকটি সংবাদমাধ্যম।

সূত্রের বরাতে প্রতিবেদনগুলোর দাবি, উত্তর কোরিয়ায় প্রথম নোভেল করোনা ভাইরাস বা কভিড-১৯ আক্রান্তকে হত্যা করা হয়েছে। কয়েকটি টুইটার অ্যাকাউন্ট থেকেও প্রায় একই তথ্য প্রকাশ করা হয়েছে। যদিও অ্যাকাউন্টগুলোর সত্যতা সম্পর্কে এখনো কিছু জানানো হয়নি।

সিঙ্গাপুরি মিডিয়া ছাড়াও এবার দক্ষিণ কোরিয়ার একটি সংবাদমাধ্যমের রিপোর্টে প্রেসিডেন্ট কিমের নির্দেশে উত্তর কোরিয়ায় নির্মমভাবে প্রাণ হারানো করোনা রোগীর পরিচয় প্রকাশ করা হয়।

পরিচয় গোপন রাখার শর্তে একটি সূত্র জানিয়েছে, করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে কিছুদিন আগে এক ব্যবসায়ীকে কোয়ারেন্টাইন করে রাখা হয়েছিল। যদিও তিনি নিয়ম মানেননি। তাই কিম প্রশাসন ওই ব্যবসায়ীকে গুলি চালিয়ে হত্যা করে।

উত্তর কোরিয়ার কয়েকটি সূত্রের বরাতে দক্ষিণ কোরিয়ার দৈনিক ডংয়ের প্রতিবেদনে বলা হয়, গত ১৪ ফেব্রুয়ারি দেশটিতে করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহভাজন এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছিল। তখন কোয়ারেন্টাইনে থাকা অবস্থাতেই চিকিৎসককে না জানিয়ে ওই ব্যক্তি গণ শৌচাগারে গিয়েছিলেন। মূলত শৌচাগার থেকে বের হলেই তাকে গ্রেপ্তার করা হয়। এরপর ভাইরাসটির বিস্তারের আশঙ্কায় ওই ব্যক্তিকে তাৎক্ষণিক গুলি চালিয়ে হত্যা করা হয়েছিল।

উল্লেখ্য, নিহত ব্যক্তি উত্তর কোরিয়ার ন্যাশনাল সিকিউরিটি এজেন্সিতে কাজ করেছিলেন। সম্প্রতি তিনি চীন থেকে দেশে ফিরেছিলেন বলে প্রতিবেদনে জানানো হয়।

উৎপত্তিস্থল চীন ছাড়াও বর্তমানে থাইল্যান্ড, তাইওয়ান, জাপান, যুক্তরাজ্য, ইসরায়েল, দক্ষিণ কোরিয়া এবং ভারতসহ বেশকিছু দেশে অজ্ঞাত এই ভাইরাসের প্রাদুর্ভাব দেখা গেছে। তাছাড়া আতঙ্কে রয়েছে প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানও। এমনকি যুক্তরাষ্ট্রেও ভাইরাসের তাণ্ডব শুরু হয়েছে। আক্রান্তদের সবাই সম্প্রতি চীনে ভ্রমণ করেছেন কিংবা সেখানে বসবাস করেন।

এমনকি সিঙ্গাপুরেও কয়েকজন বাংলাদেশির করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। তারা সকলেই বর্তমানে দেশটিতে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

চিকিৎসকরা জানিয়েছেন, এ ভাইরাস মানুষ ও প্রাণীদের ফুসফুসে সংক্রমণ করতে পারে। ভাইরাসজনিত ঠান্ডা বা ফ্লুর মতো হাঁচি-কাশির মাধ্যমে মানুষ থেকে মানুষে ছড়িয়ে পড়ছে করোনা ভাইরাস। এ ভাইরাসে সংক্রমিত হওয়ার প্রধান লক্ষণগুলো হলো- শ্বাসকষ্ট, জ্বর, কাশি, নিউমোনিয়া ইত্যাদি। শরীরের এক বা একাধিক অঙ্গ-প্রত্যঙ্গ নিষ্ক্রিয় হয়ে আক্রান্ত ব্যক্তির মৃত্যু হতে পারে।

আরও পড়ুন : মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী : কে এই মুহিউদ্দিন

সবচেয়ে আতঙ্কের বিষয় হলো ভাইরাসটি নতুন হওয়ায় এখনো কোনো প্রতিষেধক আবিষ্কার হয়নি। এ ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচার একমাত্র উপায় সংক্রমিত ব্যক্তিদের থেকে দূরে থাকা। তাই মানুষের শরীরে এমন উপসর্গ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিয়েছেন চীনা বিজ্ঞানীরা।

ওডি/কেএইচআর