• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

তালিবান-যুক্তরাষ্ট্র ঐতিহাসিক শান্তি চুক্তি স্বাক্ষর

  আন্তর্জাতিক ডেস্ক

২৯ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৫৭
চুক্তি
চুক্তি স্বাক্ষর (ছবি : আল-জাজিরা)

অবশেষে স্বাক্ষরিত হলো বহুল আলোচিত তালিবান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি। দীর্ঘ ১৮ বছর ধরে চলা আফগান যুদ্ধের অবসানের লক্ষ্যে কাতারের মধ্যস্থতায় এ চুক্তি স্বাক্ষরিত হলো। খবর ‘আল-জাজিরা’।

সংবাদমাধ্যমটির খবরে বলা হয়েছে, শনিবার (২৯ ফেব্রুয়ারি) কাতারের রাজধানী দোহায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এবং তালিবান নেতাদের উপস্থিতিতে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী, আগামী ১৪ মাসের মধ্যে আফগানিস্তান ছাড়তে হবে মার্কিন ও ন্যাটো সেনাদের।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, এ চুক্তির মাধ্যমে শান্তির সূচনা হল। আফগানিস্তানে শান্তি ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্র সব পক্ষের আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করে।

এ ছাড়া আফগান নাগরিকরা নিজ দেশে শান্তিতে বসবাসের অধিকার রাখে বলেও মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

আরও পড়ুন : তুরস্কের হামলায় নিহত তিনশর বেশি সিরীয় সেনা

এর আগে তালিবানদের সঙ্গে শান্তি চুক্তি সই করতে কাতারের রাজধানী দোহায় পৌঁছান পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। বৈঠকে অংশ নিতে তালিবানের ৩১ সদস্যের একটি প্রতিনিধি দল আগেই কাতার পৌঁছায়।

ওডি/এসসা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড