• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

সিরীয় হামলার জবাবে ভয়াবহ পাল্টা হামলা চালাচ্ছে তুরস্ক

  আন্তর্জাতিক ডেস্ক

২৮ ফেব্রুয়ারি ২০২০, ২১:১২
তুরস্ক-সিরিয়া
ছবি : প্রতীকী

রুশ সমর্থিত সিরীয় বাহিনীর হামলায় একসঙ্গে ৩৩ সেনা নিহত হওয়ায় প্রচণ্ড ক্ষিপ্ত হয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রেসেপ তাইয়্যেপ এরদোগান। ওই ঘটনার পর পরই নিজেদের সামরিকবাহিনীকে পাল্টা হামলা চালানোর নির্দেশ দেন তিনি।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, সিরীয় হামলার জবাবে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) ভয়াবহ পাল্টা হামলা চালাতে শুরু করে তুরস্ক। এখনো সেই হামলা চলছে। এখন পর্যন্ত সিরিয়া সরকারের অন্তত ২০০টি স্থানে হামলা চালিয়েছে তুর্কি সামরিকবাহিনী। এতে ৩০৯ সিরীয় সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে তুরস্ক কর্তৃপক্ষ।

সিরীয় সংবাদমাধ্যম সানা জানিয়েছে, সিরিয়ার সরকারিবাহিনীর হামলার জবাবে ইদলিব ও আল হাসাকা অঞ্চলে ভয়াবহ হামলা চালাচ্ছে তুর্কি সেনারা। তাদের ছোড়া বেশকিছু শেল ও ক্ষেপণাস্ত্র আল হাসাকা অঞ্চলের একটি বিদ্যুৎকেন্দ্রে আঘাত হেনেছে। ফলে বন্ধ হয়ে গেছে ওই এলাকার বিদ্যুৎ সরবরাহ।

আরও পড়ুন : অত্যাধুনিক অ্যাটাক হেলিকপ্টার কিনছে পাকিস্তান (ভিডিও)

এ দিকে সিরিয়ার চলমান উত্তেজনা নিয়ে শুক্রবার ফোনে কথা বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়্যেপ এরদোগান ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তারা দুজনই পরিস্থিতি উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ব্যাপারে জোর দিয়েছেন।

এবারই প্রথম নয়, সিরিয়া ইস্যুতে গত কয়েকদিন বেশ কয়েকবার ফোনে কথা বলেছেন এরদোগান ও পুতিন। কিন্তু তারা কোনো সমঝোতায় আসতে পারেননি। কেউ ছেড়ে কথা না বলায় এবারও তারা কোনো সমঝোতায় আসতে পারবেন না বলেই ধারণা করা হচ্ছে।

ওডি/ডিএইচ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড