• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইসরায়েলে হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা ইসলামিক জিহাদের

  আন্তর্জাতিক ডেস্ক

২৫ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৪৩
ইসরায়েল-ফিলিস্তিন
ছবি : প্রতীকী

ইসরায়েলের ওপর হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন ইসলামিক জিহাদের মুখপাত্র মুসাব আল ব্রেইম। ইরানভিত্তিক সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সিকে দেওয়া সাক্ষাৎকারে এই ঘোষণা দেন তিনি।

মুসাব আল ব্রেইম বলেন, ইসরায়েলের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যাবে ইসলামিক জিহাদ ও এর সশস্ত্র গ্রুপ কুদস ব্রিগেড। প্রয়োজন হলে আমরা সব শক্তি নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে জড়াব। আমরা ইসরায়েলের জন্য দুঃস্বপ্নের মতো। যতদিন ফিলিস্তিন মুক্ত না হবে ততদিন পর্যন্ত তাদের জন্য দুঃস্বপ্ন হয়েই থাকব।

ইসরায়েলি আগ্রাসনের জবাবে পাল্টা হামলা চালানোকে অধিকার হিসেবে বর্ণনা করেছেন ইসলামিক জিহাদের এই মুখপাত্র। তিনি বলেন, যে কোনো পরিস্থিতিতে প্রতিরোধ আন্দোলন চালিয়ে যাব আমরা। কোনোভাবেই আমাদের ঠেকানো যাবে না।

আরও পড়ুন : আকাশ থেকে তুরস্ককে পর্যবেক্ষণ করছে রুশ সামরিকবাহিনী

সম্প্রতি সিরিয়ায় ইসলামিক জিহাদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েল। এতে ইসলামিক জিহাদের দুই সদস্য নিহত হন। এ সম্পর্কে ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনটির পক্ষ থেকে নিন্দা জানিয়ে বলা হয়, ফিলিস্তিনে থাকা যোদ্ধাদের সঙ্গে পেরে উঠছে না ইসরায়েল। এ কারণে তারা সিরিয়ায় হামলা চালিয়েছে।

ওডি/ডিএইচ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড