• শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

আকাশ থেকে তুরস্ককে পর্যবেক্ষণ করছে রুশ সামরিকবাহিনী

  আন্তর্জাতিক ডেস্ক

২৫ ফেব্রুয়ারি ২০২০, ১৮:১৯
তুরস্ক-রাশিয়া
ছবি : প্রতীকী

আকাশ থেকে তুরস্ককে পর্যবেক্ষণ শুরু করেছে রাশিয়ার সামরিকবাহিনী। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) এ পর্যবেক্ষণ শুরু হয়। এ সময় তুরস্কের আকাশ থেকে মোট ১ হাজার ৯০০ কিলোমিটার এলাকা পর্যবেক্ষণ করবে রাশিয়া।

তুর্কি সংবাদমাধ্যম ডেইলি সাবাহ জানায়, মঙ্গলবার থেকে শুরু হওয়া রুশ সামরিকবাহিনীর এই পর্যবেক্ষণ কার্যক্রম চলবে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) পর্যন্ত। মূলত উন্মুক্ত আকাশ চুক্তির আওতায় এই অভিযান পরিচালনা করছে রাশিয়া।

এর আগে সোমবার (২৪ ফেব্রুয়ারি) আকাশ থেকে তুরস্ককে পর্যবেক্ষণের ঘোষণা দেয় রুশ কর্তৃপক্ষ। তখন বলা হয়, রাশিয়ার অত্যাধুনিক একটি পর্যবেক্ষণ প্লেন দিয়ে এই অভিযান পরিচালনা করা হবে।

আরও পড়ুন : শক্তিতে এগিয়ে যাচ্ছে ইরান, দিশেহারা ইসরায়েল

প্রসঙ্গত, ১৯৯২ সালে উন্মুক্ত আকাশ চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তি স্বাক্ষর করে মোট ৩৫টি দেশ। চুক্তি অনুযায়ী, ৩৫টি দেশ শর্ট নোটিশের (অভিযান শুরুর আগ মুহূর্তে) ভিত্তিতে একে অপরের আকাশ থেকে সংশ্লিষ্ট দেশকে পর্যবেক্ষণ করতে পারবে।

এই পর্যবেক্ষণের উদ্দেশ্য হলো- সংশ্লিষ্ট দেশের সামরিক কার্যক্রম ও স্থাপনা নজরদারি করা এবং সেগুলো সম্পর্কে বিস্তারিত ধারণা নেওয়া।

ওডি/ডিএইচ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড