• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

তুরস্ক নয়, আইএসের ওপরই হামলা চালায় সিরিয়া!

  আন্তর্জাতিক ডেস্ক

২২ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৩৮
হামলা
পাল্টাপাল্টি হামলা (ছবি : প্রতীকী)

ইদলিবে তুর্কি সেনাদের ওপর হামলা চালানোর কথা অস্বীকার করেছে সিরিয়ার সরকারি বাহিনী। খবর ‘মিডল ইস্ট মনিটর’।

গত কয়েক দিনে সিরিয়া পরিস্থিতির নাটকীয় পরিবর্তন ঘটেছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) ইদলিবে মোতায়েন তুর্কি সেনাদের ওপর হামলা চালিয়েছে সিরিয়ার সরকারি বাহিনী। জবাবে তুর্কি সেনারাও পাল্টা হামলা চালিয়েছে। আর এতে ব্যাপক হতাহত হয়েছে।

তবে তুর্কি সেনাদের লক্ষ্য করে হামলা চালানোর কথা অস্বীকার করেছে সিরিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ইদলিব হচ্ছে সিরিয়ার সর্বশেষ প্রদেশ যেখানে আইএস সন্ত্রাসীদের ঘাঁটি রয়েছে। এমনকি অঞ্চলটি এখনো আইএসের দখলে। আর তাদের নির্মূলেই হামলা চালিয়েছে সিরিয়ার সেনাবাহিনী।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রের আতঙ্ক ‘আইআরজিসি’

এ দিকে এক বার্তায় তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়্যেপ এরদোগান বলেছেন, সরকারের নির্দেশে সিরিয়ার সেনারা দেশটির ইদলিব প্রদেশে সাধারণ মানুষের ওপর নির্যাতন চালাচ্ছে। আর এ ক্ষেত্রে তাদের সমর্থন দিচ্ছে রাশিয়া। রুশ প্রশাসন সিরিয়ার সরকারি বাহিনীকে সমর্থন দেওয়া বন্ধ না করলে তুরস্ক সশস্ত্র অভিযান চালাতে বাধ্য হবে।

ওডি/এসসা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড