• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

মার্কিন সামরিক বহরকে পিছু হটতে বাধ্য করল সিরীয় সেনারা

  আন্তর্জাতিক ডেস্ক

২২ ফেব্রুয়ারি ২০২০, ১৪:০২
সিরিয়া-যুক্তরাষ্ট্র
ফাইল ছবি (সংগৃহীত)

সিরিয়ায় মার্কিন সামরিক বহরকে পিছু হটতে বাধ্য করেছে সিরীয় সেনারা। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দেশটির আল হাসাকাহ অঞ্চলে এই ঘটনা ঘটে।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল মাজদার নিউজ জানায়, সিরিয়ার পূর্বাঞ্চলীয় হাসাকাহ আল বারাক রোডের দিকে যেতে চাচ্ছিল মার্কিন সামরিক বহর। কিন্তু তাদের পথ রোধ করে সিরীয় সেনারা।

মার্কিন সামরিক বহরকে ঠেকাতে দুই জায়গায় রাস্তা বন্ধ করে দেয় সিরিয়ার সামরিক বাহিনী। এতে যুক্তরাষ্ট্রের সেনাদের সঙ্গে সিরীয়দের চরম উত্তেজনা তৈরি হয়। শেষ পর্যন্ত সিরীয় সেনারা নিজেদের সিদ্ধান্তে অটল থাকায় পিছু হটতে বাধ্য হয় মার্কিন সামরিক বহর।

আল হাসাকাহ অঞ্চলে এ ধরনের মার্কিন সেনাবহর সাধারণত দেখা যায় না। তবে হঠাৎ করেই অঞ্চলটিতে প্রবেশ করে তারা। এতে ক্ষুব্ধ হয় সিরীয় সামরিকবাহিনী এবং ওই এলাকা ছেড়ে যেতে বাধ্য করে মার্কিনিদের।

আরও পড়ুন : সৌদি তেলক্ষেত্রে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা

প্রসঙ্গত, আল হাসাকাহ অঞ্চলটি দীর্ঘদিন ধরে সিরিয়ার সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। সম্প্রতি সেখানে মার্কিন সেনাদের সঙ্গে সংঘর্ষে জড়ায় স্থানীয় বাসিন্দারা। হয়তো এ কারণেই নিজেদের শক্তি বাড়াতে অঞ্চলটিতে প্রবেশ করতে চেয়েছিল মার্কিন সামরিক বহর।

ওডি/ডিএইচ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড