• সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১  |   ২৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

সৌদি তেলক্ষেত্রে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা

  আন্তর্জাতিক ডেস্ক

২২ ফেব্রুয়ারি ২০২০, ১৩:১৭
সৌদি আরব-ইয়েমেন
ছবি : প্রতীকী

সৌদি আরবের তেলক্ষেত্রে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। শুক্রবারের এ হামলায় সৌদি তেলক্ষেত্রের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে সংগঠনটি।

ইরানি সংবাদমাধ্যম প্রেসটিভি জানায়, সৌদি আরবের রাষ্ট্র মালিকানাধীন তেল কোম্পানি আরামকোতে হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা। সংগঠনটির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এই তথ্য নিশ্চিত করেছেন।

এ সম্পর্কে ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক সংবাদ সম্মেলনে বলেন, ইয়েমেনের মিসাইল ও এয়ার ডিফেন্স ইউনিট যৌথভাবে একটি অপারেশন পরিচালনা করেছে। এই অপারেশনের নাম ‘দ্য থার্ড ব্যালেন্স অব ডিটারেন্স অপারেশন’।

তিনি আরও বলেন, মদিনা থেকে ১৬৫ কিলোমিটার দূরে ইয়ানবু শহরে গুরুত্বপূর্ণ তেলক্ষেত্রে হামলা চালানোর জন্য এই অপারেশন পরিচালনা করা হয়েছে। হামলায় তেলক্ষেত্রের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত হানতে কমব্যাট ড্রোনের একটি স্কোয়াড্রন ও দীর্ঘপাল্লার ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করা হয়েছে।

আরও পড়ুন : রুশ যুদ্ধবিমান লক্ষ্য করে তুরস্কের ক্ষেপণাস্ত্র হামলা (ভিডিও)

ইয়াহিয়া সারি বলেন, ইয়েমেনে সৌদি আরব যে আগ্রাসন চালিয়ে যাচ্ছে তার জবাব দেওয়ার অধিকার আছে আমাদের। সৌদি কর্তৃপক্ষ এই আগ্রাসন অব্যাহত রাখলে আরও কঠোর জবাব দেওয়া হবে।

প্রসঙ্গত, নিয়মিত বিরতিতে সৌদি আরবে হামলা চালাচ্ছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। অবশ্য এবার ইয়েমেনের হামলায় সৌদি তেলক্ষেত্রের কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো জানা যায়নি। এমনকি সৌদি আরবও এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

ওডি/ডিএইচ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড