• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইউক্রেনে করোনা আতঙ্কে চীন ফেরতদের বহনকারী বাসে হামলা

  আন্তর্জাতিক ডেস্ক

২১ ফেব্রুয়ারি ২০২০, ১৩:১৯
হামলা
গাড়িতে হামলা (ছবি : বিবিসি)

রহস্যময় করোনা ভাইরাসের কারণে এখন সর্বত্রই আতঙ্ক বিরাজ করছে। এমন অবস্থায় প্রাণঘাতী এই ভাইরাস সংক্রমণের আতঙ্কে ইউক্রেনে চীন ফেরত ব্যক্তিদের বহনকারী বাসে হামলা চালিয়েছে বিক্ষোভকারীরা।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

সংবাদমাধ্যমটির খবরে বলা হয়েছে, চীন ফেরত এসব নাগরিকদের বিশেষ পর্যবেক্ষণে রাখার জন্য ইউক্রেনের শহর পোলতাভার নোভি সাঞ্জরাইর এলাকার একটি হাসপাতালে নেওয়া হচ্ছিল। আর পথে তাদের বহনকারী গাড়িতে ইট, পাথর ছুঁড়ে একদল বিক্ষোভকারী।

ইউক্রেনের নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, বিক্ষোভকারীরা একটি ভুয়া ইমেইলের মাধ্যমে জানতে পারে যে, গাড়িতে থাকা চীন ফেরত ব্যক্তিরা করোনা ভাইরাসে আক্রান্ত। এতে তারা ক্ষেপে যান। আর এ কারণেই তারা হামলা চালিয়েছেন।

এ দিকে বিক্ষোভকারীরা হামলার পর সহমর্মিতা প্রকাশ করেছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি।

ইউক্রেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবারই ৪৫ জন ইউক্রেনিয়ান ও ২৭ জন বিদেশি নাগরিক চীনের উহান থেকে ইউক্রেনে ফেরে। চীন ফেরত এসব ব্যক্তিদের মধ্যে একজন জ্বরে আক্রান্ত।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্র-ইসরায়েল কখনোই ইরানে হামলা চালাতে পারবে না

প্রসঙ্গত, চীনের সীমা অতিক্রম করে এর মধ্যে বিশ্বের প্রায় ৩০টি দেশে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনা ভাইরাস। এ ভাইরাসে আক্রান্ত হয়ে ইতোমধ্যে ২ হাজার ২৫৬ জনের মৃত্যু হয়েছে। আর করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৭৭ হাজার ছাড়িয়ে গেছে।

ওডি/এসসা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড