• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইরানের জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু

  আন্তর্জাতিক ডেস্ক

২১ ফেব্রুয়ারি ২০২০, ১১:২৬
খামেনি
ভোট দিচ্ছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি (ছবি : পার্সটুডে)

ইরানের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল আটটা থেকে নির্বাচনি কেন্দ্রগুলোতে ভোটগ্রহণ শুরু হয়। খবর ‘পার্সটুডে’।

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গত ১৩ ফেব্রুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে প্রার্থীরা তাদের নির্বাচনি প্রচারণা শুরু করেন। আর ২০ ফেব্রুয়ারি সকালে সে প্রচারণা শেষ হয়।

ইরানের নির্বাচনি আইন অনুযায়ী, ভোটগ্রহণ শুরুর ২৪ ঘণ্টা আগে সবধরনের প্রচারণা বন্ধ করতে হয়।

ইরানের এবারের সংসদ নির্বাচনে ২৯০ আসনে প্রার্থী হয়েছেন ৭ হাজার ১৫৭ জন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্বাচন বিষয়ক দপ্তরের প্রধান জামাল উর্ফ বলেছেন, সারা দেশে ৫৪ হাজার কেন্দ্রে ভোটগ্রহণ চলছে।

এবারের নির্বাচনে পাঁচ কোটি ৭৯ লাখ ১৮ বৈধ ভোটার রয়েছেন। এদের মধ্যে ২৯ লাখ ৩১ হাজার নতুন ভোটার।

নির্বাচনে বিজয়ী প্রার্থীকে কোনো আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হতে হলে সংশ্লিষ্ট আসনে প্রদত্ত ভোটের অন্তত শতকরা ২০ ভাগ ভোট পেতে হবে। আর নির্বাচনে বিজয়ীরা চার বছরের জন্য সংসদ সদস্য হিসেবে কাজ করবেন।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্র-ইসরায়েল কখনোই ইরানে হামলা চালাতে পারবে না

ইরানে প্রতি চার বছর পরপর সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। সর্বশেষ ২০১৬ সালে দেশটিতে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ১৮ বছর বা এর বেশি বয়সী সব নাগরিক নির্বাচনে ভোট দিতে পারেন।

ওডি/এসসা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড