• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

ক্ষেপণাস্ত্র প্রযুক্তির ৮টি যুদ্ধবিমানে সামরিক শক্তি বাড়াল ইরান

  আন্তর্জাতিক ডেস্ক

২০ ফেব্রুয়ারি ২০২০, ২১:৩৪
ইরানি
ইরানি যুদ্ধবিমান (ছবি: পার্সটুডে)

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে নতুন আটটি যুদ্ধবিমান পেয়েছে ইরানের সেনাবাহিনী। এসব যুদ্ধবিমানে স্থাপন করা হয়েছে ক্ষেপণাস্ত্র প্রযুক্তি।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ইরানের সেনাবাহিনীর কাছে এসব যুদ্ধবিমান হস্তান্তর করা হয়। বিমানগুলো তৈরি হয়েছে বিদেশে।

প্রেসটিভি জানিয়েছে, বিমান হস্তান্তর অনুষ্ঠানে ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আমির হাতামি জানান, এসব বিমান এফ-৪, এফ-১৪, মিগ ও সি-১৩০ প্রকৃতির।

তিনি বলেন, নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও ইরান বিমান পরিবহন খাতে অনেক গুরত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। এর মাধ্যমে নিষেধাজ্ঞাকে পাশ কাটিয়ে কীভাবে আত্মনির্ভরশীল হতে হয় সেটা প্রমাণ করেছে ইরান।

জেনারেল হাতামি জানান, আধুনিক যুদ্ধক্ষেত্রে ব্যবহারের উপযোগী করেই বানানো হয়েছে এসব যুদ্ধবিমান। তাছাড়া বিমানগুলোতে ক্ষেপণাস্ত্র প্রযুক্তি স্থাপন করা হয়েছে। এসব ক্ষেপণাস্ত্রের পাল্লা এক হাজার কিলোমিটার।

আরও পড়ুন : হামাস-হিজবুল্লাহ নয়, ইরানকেই ভয় পাচ্ছে ইসরায়েল

প্রসঙ্গত, সম্প্রতি ইরান সামরিক সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে জোর দিয়েছে। সেনাবাহিনীতে ক্ষেপণাস্ত্র প্রযুক্তির যুদ্ধবিমান যুক্ত হওয়া সেটারই অংশ।

ওডি/এসসা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড