• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

হামাস-হিজবুল্লাহ নয়, ইরানকেই ভয় পাচ্ছে ইসরায়েল

  আন্তর্জাতিক ডেস্ক

২০ ফেব্রুয়ারি ২০২০, ২০:০৭
বেনেট
সেনা কর্মকর্তাদের সঙ্গে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী নাফতালি বেনেট (ছবি : মিডল ইস্ট মনিটর)

ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাসের সঙ্গে ইহুদিবাদী ইসরায়েলের বিবাদ দীর্ঘদিনের। লেবাননি সংগঠন হিজবুল্লাহর সঙ্গেও ইসরায়েলের বিরোধ রয়েছে। হামাস ও হিজবুল্লাহ কয়েকদিন পর পরই ইসরায়েলে হামলা চালায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উত্থাপন করা মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনার জেরে হামাস-হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের বিরোধ আরও বেড়েছে।

তবে এ দুটি প্রতিরোধ সংগঠন নয়, ইসরায়েলের দুশ্চিন্তার প্রধান কারণ ইরান। চলমান অস্থিতিশীল পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের দেশটিই ইসরায়েলকে সবচেয়ে বেশি ভাবাচ্ছে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী নাফতালি বেনেট বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) এ কথা জানিয়েছেন। খবর ‘মিডল ইস্ট মনিটর’।

নাফতালি বেনেট বলেছেন, বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে গত কয়েক মাসে মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। হামাস ও হিজবুল্লাহ ইসরায়েলে হামলা চালানোর হুমকি দিয়েছে। তবে আমরা এ দুটি সংগঠনকে নিয়ে খুব একটা ভাবছি না।

এরপর ইসরায়েল প্রতিরক্ষামন্ত্রী বলেন, আমরা নিজেদের কৌশল ও পরিকল্পনায় পরিবর্তন এনেছি। ইরান নিয়েই বেশি ভাবছি আমরা।

আরও পড়ুন : ইরানের নতুন ক্ষেপণাস্ত্রের কাছে সব প্রতিরক্ষা ব্যবস্থাই নস্যি

এর কারণ হিসেবে নাফতালি বেনেট জানান, ইরান সমর্থন দিচ্ছে বলেই হামাস ও হিজবুল্লাহ শক্তি দেখাতে পারছে। তাই ইরানকে দুর্বল করাটা সবচেয়ে বেশি জরুরি। এ মুহূর্তে সামরিক, অর্থনৈতিক ও কূটনৈতিক সবদিক দিয়েই ইরানকে দুর্বল করার চেষ্টা চালাচ্ছে ইসরায়েল।

ওডি/এসসা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড