• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

তিন বিদেশি সাংবাদিককে বহিষ্কার করেছে চীন

  আন্তর্জাতিক ডেস্ক

১৯ ফেব্রুয়ারি ২০২০, ২০:১২
দ্য ওয়াল স্ট্রিট জার্নাল
দ্য ওয়াল স্ট্রিট জার্নাল (ছবি : সংগৃহীত)

বর্ণবাদী আচরণের অভিযোগ তুলে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের তিন সাংবাদিককে বহিষ্কার করেছে চীন। খবর ‘সিএনএন’।

মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালে গত ৩ ফেব্রুয়ারি করোনা ভাইরাস মোকাবিলায় বেইজিংয়ের ভূমিকা নিয়ে ‘রিয়েল সিক ম্যান অব এশিয়া’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনটিকে ‘বর্ণবাদী’ আখ্যা দিয়ে বেশ কয়েকবার ক্ষমা চাওয়ার আহ্বান জানায় চীন।

তবে তাতে অস্বীকৃতি জানায় ওয়াল স্ট্রিট জার্নাল কর্তৃপক্ষ। এরই ধারাবাহিকতায় বুধবার (১৯ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যমটির তিন সাংবাদিকের প্রেস কার্ড বাতিল করেছে চীন সরকার। পাশাপাশি এসব সাংবাদিককে চীন ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, তাদের ওই তিন সাংবাদিককে আগামী পাঁচ দিনের মধ্যে চীন ছাড়তে বলা হয়েছে।

এ বিষয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জেং শুয়াং বলেছেন, প্রকাশিত প্রতিবেদন নিয়ে তারা ওয়াল স্ট্রিট জার্নাল কর্তৃপক্ষকে অনেকবার ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে। কিন্তু মার্কিন গণমাধ্যমটির কর্তারা সেটা প্রত্যাখ্যান করেছেন।

আরও পড়ুন : নিজস্ব প্রযুক্তির ক্ষেপণাস্ত্রেই মার্কিন ঘাঁটিতে হামলা চলায় ইরান

প্রসঙ্গত, ৩ ফেব্রুয়ারি প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস মোকাবিলায় চীনা কর্তৃপক্ষের প্রাথমিক পদক্ষেপ ছিল গোপনীয়। আর এতে চীনের ওপর থেকে গোটা বিশ্বের মানুষ আস্থা হারিয়েছে।

ওডি/এসসা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড