• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

দিল্লি সফরের আগেই ভারতবিরোধী ‘অভিযোগ’ ট্রাম্পের

  আন্তর্জাতিক ডেস্ক

১৯ ফেব্রুয়ারি ২০২০, ১৪:৩৩
দিল্লি সফরের আগেই ভারতবিরোধী 'অভিযোগ' ট্রাম্পের
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (ছবি : দ্য পলিটিকো)

আসন্ন ভারত সফরের আগেই দেশটির বিরুদ্ধে একধরনের অভিযোগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, আমরা নয়াদিল্লির কাছ থেকে কখনোই খুব ভালো কিছু পাইনি।

সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) এশিয়ার পরাশক্তি এই দেশটির সঙ্গে বিদ্যমান বাণিজ্য সম্পর্ক নিয়ে কথা বলতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট তার অভিযোগগুলো করেন। তাছাড়া আসন্ন সফরটিতে ভারতের সঙ্গে বড় ধরনের কোনো চুক্তিতেও যেতে চান না বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।

ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভারতের সঙ্গে যে কোনো সময় বড় ধরনের চুক্তিতে যেতে আগ্রহী আমরা। তবে আগামী নভেম্বরে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের আগে তা সম্ভব হবে কি না, আমি জানি না।

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ভারতের সঙ্গে আমাদের একটি বাণিজ্য চুক্তি হতেই পারে। তবে আমি চাইছি গুরুত্বপূর্ণ চুক্তিটি এখনই নয় বরং পরবর্তী সময়ের জন্য তুলে রাখতে।

এ দিকে হোয়াইট হাউস সূত্রের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছিল, ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য আলোচনার মূল মধ্যস্থতাকারী হিসেবে দায়িত্বে রয়েছেন রবার্ট লাইটাইজার।

মার্কিন বাণিজ্য প্রতিনিধি হিসেবে নিয়োজিত এই কর্মকর্তা সম্ভবত ট্রাম্পের সঙ্গে ভারত সফরে আসছেন না। যদিও মার্কিন কর্মকর্তারা এখনই বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে চাচ্ছেন না।

আরও পড়ুন : যুদ্ধ করতে তালিবানকে বিধ্বংসী ক্ষেপণাস্ত্র দিচ্ছে ইরান

উল্লেখ্য, আগামী ২৪ ও ২৫ ফেব্রুয়ারি সপরিবারে ভারত সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড