• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৪০ °সে
  • বেটা ভার্সন
sonargao

যুদ্ধ করতে তালিবানকে বিধ্বংসী ক্ষেপণাস্ত্র দিচ্ছে ইরান

  আন্তর্জাতিক ডেস্ক

১৯ ফেব্রুয়ারি ২০২০, ১৩:৪৪
তালিবানকে ভয়ংকর শক্তিশালী ক্ষেপণাস্ত্র দিচ্ছে ইরান
ইরানি ক্ষেপণাস্ত্র (ছবি : প্রতীকী)

আফগানিস্তানের সশস্ত্র বিদ্রোহী সংগঠন তালিবানকে এবার মার্কিন বিমান ধ্বংসের জন্য বিধ্বংসী ক্ষেপণাস্ত্র দিচ্ছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। এমনটাই দাবি করেছেন আফগানিস্তানের উরুজগান প্রদেশের পুলিশ প্রধান জেনারেল মুহাম্মদ হায়া।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সৌদি আরবভিত্তিক সংবাদমাধ্যম আল-আরাবিয়াহর খবরে এমন চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করা হয়েছে।

রেডিও আজাদিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, দেশের পশ্চিমাঞ্চলীয় ফারাহ প্রদেশে অবস্থানরত তালিবান যোদ্ধাদের কাছে কাঁধে বহনযোগ্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করছে ইরান। যা আঞ্চলিকভাবে ম্যানপ্যাডস নামেও পরিচিত।

আফগান পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, সরকারের কাছে এ ব্যাপারে যথেষ্ট প্রমাণ রয়েছে। তালিবান জঙ্গিদের মূলত শুরু থেকেই অস্ত্র দিয়ে সহায়তা করছে তেহরান। আফগান ও মার্কিন বাহিনীর বিমানে যাতে তালিবান হামলা চালাতে পারে, এ জন্যই ভয়ংকর শক্তিশালী অস্ত্রগুলো দেওয়া হচ্ছে।

গত ২৭ জানুয়ারি তালিবান যোদ্ধারা দাবি করেছিল, তারা গজনিতে একটি মার্কিন সামরিক বিমানকে গুলি করে ভূপাতিত করেছে। এতে বিমানটিতে থাকা মার্কিন সামরিক বাহিনীর উচ্চপদস্থ এক কর্মকর্তা নিহত হয়েছেন।

যদিও মার্কিন সেনাবাহিনী তাৎক্ষণিক তালিবানের এই দাবিকে প্রত্যাখ্যান করেছে।

আরও পড়ুন : ইরানকে হটাতে মাঠে নামছে ইসরায়েলের নতুন কমান্ড

উল্লেখ্য, গত মাসে বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন বিমান হামলায় ইরানি জেনারেল কাসেম সোলাইমানি নিহত হওয়ার ঘটনায় বিবৃতির মাধ্যমে তীব্র নিন্দা জানিয়েছিল তালিবান।

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড